বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নাম পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীদের একটি অংশ। এই দাবিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের প্রতিনিধিরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে যুক্তি-পাল্টা যুক্তির ঝড়।
নাম পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে যুক্তি
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ হিসেবে যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রাখার ঘোষণা দেন। অথচ রোকেয়া নামে রংপুরে আরেকটি সরকারি কলেজ থাকার কারণে পরিচয় নিয়ে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।
আগামী সাত দিনের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয় না করা হলে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউট কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান, রহমত আলী, আরমান হোসেন, সাকিব মিয়া, আহসান হাবিব রকি, মেহেদী হাসানসহ অন্য ছাত্র নেতৃবৃন্দ।

আন্দোলনের শুরু থেকে বর্তমান
শিক্ষার্থী শামসুর রহমানের দাবি, এ আন্দোলন কোনো তাৎক্ষণিক ঘটনা নয়। ২০১৭ সাল থেকেই শিক্ষার্থীরা এই দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি চালিয়ে আসছেন। ইতোমধ্যে ইউজিসি ও শিক্ষা উপদেষ্টার সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হয়েছে।
আরেক আন্দোলনকারী শিক্ষার্থী রহমত আলী বলেন, প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থীর চাওয়া, বিশ্ববিদ্যালয়ের পুরোনো নাম পুনর্বহাল না হোক। দলমত নির্বিশেষে সবাই এই আন্দোলনে অংশ নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া
শিক্ষার্থীরা ফেসবুকে পোস্ট করেন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়, বিষয়টি নিয়ে রংপুরের সাধারণ মানুষও মতামত দিচ্ছেন। তবে নাম পরিবর্তনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, তা নিয়ে এখনও প্রশ্ন তুলছেন অনেকে।
আপনার মতামত লিখুন :