ভর্তুকি মূল্যে কেনা হারভেস্টার মেশিনের বিপর্যয়ে নিঃস্ব হয়ে মানববন্ধনে অংশ নিলেন রংপুর বিভাগের শতাধিক কৃষক। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে কৃষকরা তাদের দুর্দশার কথা তুলে ধরেন। তারা দাবি করেন, ভর্তুকিতে পাওয়া কম্বাইন্ড হারভেস্টার মেশিন এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। মেশিন বিকল হওয়ায় ঋণের জালে জড়িয়ে চেক জালিয়াতির মামলাও খেতে হচ্ছে তাদের।
বিকল মেশিন, ঋণের চাপ:
রংপুর নগরীর উত্তম হাজিরহাট এলাকার কৃষক মো. নুর আলম জানান, ‘আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় দুটি হারভেস্টার কিনে এখন বিপদে পড়েছি। জমিজমা বিক্রি করে একটার টাকা পরিশোধ করেছি। এখনও একটার টাকা বাকি। বাকি টাকার জন্য বারবার মামলার ভয় দেখাচ্ছে সংশ্লিষ্ট কোম্পানি।’
কৃষক কামরুজ্জামান জানান, খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় তিনি ২৮ লাখ টাকা মূল্যের এসিআই কোম্পানির এজি সিক্স হান্ড্রেড ও তার বাবা আলেপ উদ্দিনের নামে ২৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মেটাল এগ্রিটেক হারভেস্টার মেশিন ক্রয় করেন। তবে কেনার কিছুদিনের মধ্যেই মেশিনগুলো বিকল হয়ে পড়ে। কিস্তির টাকা শোধ করতে গিয়ে তার পুরো পরিবার নিঃস্ব। এরইমধ্যে তার নামে তিনটি মামলা করেছে সংশ্লিষ্ট কোম্পানি।
পরিবার নিঃস্ব:
কৃষক একরামুল হক জানান, ‘সচ্ছলতার আশায় দুই দফায় এজি সিক্স হান্ড্রেড ও এজি সেভেন হান্ড্রেড মডেলের দুটি কম্বাইন্ড হারভেস্টার কেনেন। একটির টাকা পরিশোধ হলেও সেটি অকেজো। অন্যটি ১০ লাখ টাকা বাকি থাকায় কোম্পানি তা নিয়ে গিয়ে বিক্রি করেছেন অন্য জায়গায়। জমিজমা বিক্রি করে এখন পর্যন্ত আমার ১৫ লাখ টাকা দেনা।’
মামলা প্রত্যাহারের দাবি:
মানববন্ধনে কৃষকরা তাদের নামে কোম্পানিগুলোর দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের হারভেস্টারের ঋণ মওকুফের আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন :