বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১

কুকি-চিন নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে:বিশেষ সহকারী

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১১:১০ এএম

কুকি-চিন নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে:বিশেষ সহকারী

পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ। মঙ্গলবার তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অধিবেশনে জেলা প্রশাসকদের পক্ষ থেকে সেনাবাহিনীকে কুকি-চিন নিয়ে প্রশ্ন করা হয়েছিল বলে জানান আবদুল হাফিজ। তিনি বলেন, "পার্বত্য চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল আর্মি যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তার কারণে সেখানে কয়েকটি উপজেলায় পর্যটন শিল্প ব্যাহত হচ্ছে। এর ফলে অনেক স্থানীয় যুবক কাজ হারাচ্ছে, চাকরি হারাচ্ছে এবং সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়ছে।"

তিনি আরও বলেন, “এ পরিস্থিতি থেকে উত্তরণে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে অধিবেশনে আলোচনা হয়েছে। আমরা জেলা প্রশাসকদের জানিয়েছি, কুকি-চিনের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।”

কুকি-চিন গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের সময় সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়েও কথা বলেন আবদুল হাফিজ। তিনি বলেন, “এ পর্যন্ত অভিযান করতে গিয়ে আমাদের সাতজন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া অনেক সেনা সদস্য আহত হয়েছেন।”

তিনি জোর দিয়ে বলেন, “কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। সন্ত্রাসী কার্যকলাপ কোনোভাবেই বরদাশত করা হবে না। পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।”

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। এ গোষ্ঠীর বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাদের কার্যকলাপের কারণে স্থানীয় জনজীবন এবং পর্যটন শিল্পের ওপর বিরূপ প্রভাব পড়েছে।

সরকারি সূত্র জানায়, কুকি-চিনের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে সেনাবাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

এই অভিযানের মাধ্যমে পার্বত্য এলাকায় শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে সরকার আশাবাদী। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পরিচালিত এ অভিযান দ্রুত কুকি-চিনের অপতৎপরতা বন্ধ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Link copied!

সর্বশেষ :