তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে অমর একুশে বইমেলায় তুমুল বাগ্বিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যায় মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকা ‘সব্যসাচী’ নামের স্টলটি ঘিরে এ বিশৃঙ্খলা শুরু হয়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ওই প্রকাশনীর স্টলের সামনে কয়েকজন জড়ো হন। তাঁরা স্টল থেকে তসলিমা নাসরিনের বইগুলো সরিয়ে ফেলতে বলেন। স্টলের সামনে জড়ো হওয়া ব্যক্তিদের মধ্য হতে একজন জানিয়েছেন, তাসলিমা নাসরিনের বইগুলোতে ইসলাম বিদ্বেষমূলক লেখালেখি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে অরুচিপূর্ণ লেখালেখির কারণে তাদের এই প্রতিবাদ ।
এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। স্টলের সামনে জড়ো হওয়া ব্যক্তিদের বিভিন্ন স্লোগানের মধ্যে স্টলের ওই ব্যক্তি পাল্টা স্লোগান দেন এবং তেড়ে আসেন। উত্তপ্ত পরিস্থিতি চলার মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে স্টলের ওই লোককে সরিয়ে নেয়। পরে স্টলটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ।
আপনার মতামত লিখুন :