বই হোক আনন্দ ও সচেতনতার উপকরণ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা। শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বইমেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য এস. এম. ফজলুল হক এবং সৃজনশীল প্রকাশনার সভাপতি মো. শাহাব উদ্দিন বাবু।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “বইমেলা শুধু বই প্রদর্শনীর জন্য নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও ভবিষ্যৎকে সংযুক্ত করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। একটি জাতির উন্নতি নির্ভর করে শিক্ষার মানের ওপর, আর বই হলো সে শিক্ষার অন্যতম প্রধান বাহন।”
চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “যে দেশ ভাষা ও সাহিত্য চর্চায় যত উন্নত, প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবেও সে দেশ তত সমৃদ্ধ। তাই বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।” তিনি আগামী বছরও বইমেলা আয়োজনের ঘোষণা দেন।
এছাড়া, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “বইমেলার মাধ্যমে পাঠকদের মধ্যে জ্ঞানের আগ্রহ সৃষ্টি হয়। বই মানুষের চিন্তা ও চেতনায় পরিবর্তন আনে।”
বইমেলা উদযাপন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য-সচিব অধ্যাপক ড. মো. আলমগীর, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীবসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
ঢাকা, চট্টগ্রামসহ দেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থাগুলো এ বইমেলায় অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
আপনার মতামত লিখুন :