বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১

মাদকাসক্ত বাবার নির্মমতা সাত বছর বয়সী সন্তানকে হত্যা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৭:১৫ এএম

মাদকাসক্ত বাবার নির্মমতা সাত বছর বয়সী সন্তানকে হত্যা

মৌলভীবাজারে মাদকাসক্ত বাবার হাতে ছেলে খুন, ঘাতক পিতা আটক

মৌলভীবাজারে মাদকাসক্ত বাবার হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছে সাত বছর বয়সী শিশু মাহিদ। পায়খানা করে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবা তাকে বেধড়ক মারধর করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার শহরতলির জগন্নাথপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ খোকন মিয়াকে আটক করে।

নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুব রহমান জানিয়েছেন, শিশু মাহিদ বিছানায় পায়খানা করে দিলে তার বাবা ক্ষিপ্ত হয়ে যায়। এরপর সে ছেলেকে টেনে-হিঁচড়ে বাইরে এনে বেধড়ক মারধর করতে থাকে। এক পর্যায়ে মাটিতে ফেলে উপর্যুপরি আঘাত করে শিশুটিকে রক্তাক্ত করে ফেলে।

স্থানীয়রা শিশুটিকে বাঁচাতে এগিয়ে এলেও খোকন মিয়া কাউকে সাহায্য করতে দেয়নি। পরে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার পর খোকন মিয়া মরদেহ বাড়িতে এনে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে জেলগেট এলাকা থেকে সন্ধ্যায় তাকে গ্রেফতার করে।

মাদকাসক্ত বাবার নিষ্ঠুরতা

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, খোকন মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আগেও নানান অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ ছিল। নিহত শিশু মাহিদ তার দ্বিতীয় স্ত্রীর সন্তান।

আইনি ব্যবস্থা ও পরবর্তী পদক্ষেপ

পুলিশ জানিয়েছে, খোকন মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Link copied!

সর্বশেষ :