১৭ ফেব্রুয়ারী: আসন্ন অমর ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দাতা রাণী ভৌমিক, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক মো. আব্দুল মান্নান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ, উপজেলা জামায়াতের আমীর, ট্রাইবাল ওয়েলফিয়ারের সাবেক সভাপতি মিস রবেতা ম্ররং, সফিউদ্দিন আহমেদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সরোয়ার আলম, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা শাহিন এবং সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ।
সভায় বক্তারা অমর ২১ শে ফেব্রুয়ারী শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে, তাদের অবদানকে শ্রদ্ধার সাথে উদযাপন করার বিষয়ে আলোচনা করেন। তারা ঐতিহাসিক ভাষা আন্দোলনের চেতনাকে ধরে রেখে এই দিনটি সঠিকভাবে পালন করার জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।
আপনার মতামত লিখুন :