বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১
জাফর হোসেন দেশে ফেরার আকুতি

দেশে ফেরার আকুতি ! স্বপ্ন নিয়ে ঘর ছেড়ে যশোরের জাফর এখন ইউক্রেনের রণাঙ্গনে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৬:৪২ পিএম

দেশে ফেরার আকুতি ! স্বপ্ন নিয়ে ঘর ছেড়ে যশোরের জাফর এখন ইউক্রেনের রণাঙ্গনে

ছবি: সংগৃহীত

যশোরের চাঁচড়া ইউনিয়নের সরদারপাড়ার যুবক জাফর হোসেন সাইপ্রাসে যাওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন, কিন্তু পাচারের শিকার হয়ে তাকে এখন রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে। সম্প্রতি মুঠোফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিজের করুণ অবস্থার কথা জানিয়েছেন তিনি।

জাফরের বাবা খায়রুল সরদার জানিয়েছেন, পাঁচ মাস আগে ঢাকার একটি এজেন্সির মাধ্যমে সাইপ্রাসে যাওয়ার জন্য নয় লাখ টাকা পরিশোধ করেছিলেন জাফর। কিন্তু দালালচক্র প্রথমে তাকে সৌদি আরবে নিয়ে গিয়ে দুই মাস আটকে রাখে। এরপর দুবাই নিয়ে গিয়ে তাকে বিক্রি করে দেওয়া হয়। শেষ পর্যন্ত তিনি পৌঁছান রাশিয়ায়।

রাশিয়ায় পৌঁছানোর পর প্রথমে তাকে জানানো হয় যে, তাকে আর্মিদের পোশাক পরিস্কার করতে হবে। কিন্তু পরে জানা যায়, যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে সরাসরি যুদ্ধে পাঠানো হবে।

জাফর জানিয়েছেন, যুদ্ধ করতে গিয়ে ইতোমধ্যে একজন বাংলাদেশি মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। তিনি নিজে প্রাণসংশয়ের আশঙ্কায় দেশে ফিরতে চান।

জাফরের মা-বাবা ও স্ত্রী চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। তার স্ত্রী খাদিজা খাতুন বলেন, "আমার স্বামী অনেক কষ্টে আছে। কয়েকদিন আগে বলেছিলেন, ‍‍`আমার সন্তান দুটোর তুমি দেখে রেখো।‍‍` আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই।"

পরিবারের অভিযোগ, মামাতো ভাই মাহাবুবুর রহমানের মাধ্যমে ঢাকার একটি এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে মাহাবুবুর রহমান দাবি করেছেন, তিনি কোনোভাবে জাফরের বিদেশযাত্রায় জড়িত নন।

তিনি জানান, ঢাকার হাজি ক্যাম্প এলাকার তামান্না নামে এক নারীর মাধ্যমে বনানির ৪ নম্বর রোডের হাসান এজেন্সি জাফরের পাসপোর্ট নেয়। প্রথমে সাইপ্রাসের ভিসার জন্য চেষ্টা করা হয়, কিন্তু তা না হওয়ায় দুই বছর পর রাশিয়ায় পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। তখন এজেন্সি দাবি করে, সেখানে শুধু ক্লিনারের কাজ করতে হবে এবং যুদ্ধের কোনো সংশ্লিষ্টতা থাকবে না।

জাফরের পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরে আবেদন করা হয়েছে।

এখন প্রশ্ন থেকে যায়, পাচারকারী চক্রের এই ভয়ংকর প্রতারণার শিকারদের রক্ষা করতে সরকার কী পদক্ষেপ নেবে? জাফরসহ অন্যান্য বাংলাদেশিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Link copied!

সর্বশেষ :