বাংলাদেশে পবিত্র রমজান মাসের রোজা কবে থেকে শুরু হবে, তা জানা যাবে আগামীকাল শনিবার (১ মার্চ)। চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে ওইদিন সন্ধ্যা ছয়টায়, রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা নির্দিষ্ট টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
রমজান শুরুর দিন চাঁদ দেখার উপর নির্ভরশীল হওয়ায়, সারাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অপেক্ষায় রয়েছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের জন্য।
আপনার মতামত লিখুন :