ঢাকা: পূবালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতি যৌথভাবে কো-ব্র্যান্ডেড কার্ড চালু করেছে। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এ বিশেষ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. একে আজাদ খান এবং পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল, শাহবাগ এভিনিউ শাখার প্রধান উপ-মহাব্যবস্থাপক মোসা. মাসুমা খাতুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই কার্ড ব্যবস্থার আওতায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং এর সহযোগী প্রতিষ্ঠানের সব কর্মী পূবালী ব্যাংক এবং সমিতির লোগো সম্বলিত বিশেষ ডেবিট ও ক্রেডিট কার্ড পাবেন।
আপনার মতামত লিখুন :