বাংলাদেশ শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

বিছানার পাশে চার্জরত মুঠোফোন বিস্ফোরণ, ঘুমন্ত চিকিৎসকের মৃত্যু

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ১২:২৮ পিএম

বিছানার পাশে চার্জরত মুঠোফোন বিস্ফোরণ, ঘুমন্ত চিকিৎসকের মৃত্যু

বিছানার পাশে চার্জরত মুঠোফোন বিস্ফোরণ, ঘুমন্ত চিকিৎসকের মৃত্যু

চার্জরত মুঠোফোন বিস্ফোরণ এ দগ্ধ হয়ে মারা গেছেন ময়মনসিংহ নগরের চিকিৎসক তারিকুল আলম (৪২)। পরিবারের লোকজনের দেয়া তথ্যমতে পুলিশ জানায়, বিছানার পাশে ফোন চার্জে রেখে তিনি ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোররাত চারটার দিকে ঘটে বিস্ফোরণ। নিহত চিকিৎসক তারিকুল আলম ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক।

স্বজনরা জানান তারিকুল আলম ডিউটি শেষে রাত একটার দিকে বাসায় ফেরেন। উল্লেখ্য, পরিবারের অন্য সদস্যদের বিরক্ত না করতে তারিকুল আলম আলাদা একটি কক্ষে একা ঘুমাতেন। প্রতিদিনের মতো ঐদিনও মাল্টিপ্লাগে মুঠোফোন চার্জ লাগিয়ে ঘুমান। মুঠোফোনটি বিস্ফোরিত হলে দগ্ধ হন ঘুমন্ত তারিকুল আলম। বিস্ফোরণ এর আওয়াজ এবং পোড়া গন্ধ পেয়ে পরিবারের লোকজন দরজা খুলে তারিকুলকে উদ্ধার করেন। বিস্ফোরণ এ তাঁর দুই হাত, বুক, নাক-মুখ পুড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

যেহেতু ঘটনাটি সম্পূর্ণ রূপে দুর্ঘটনা তাই নিহত চিকিৎসক তারিকুল আলম এর ভাই তাসরিকুল আলম বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার আবেদন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। আবেদন করা হয় পুলিশের কাছেও।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন,   তারা ধারণা করছেন মুঠোফোন টি চার্জে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়ে তারিকুল আলম এর শরীরে আগুন ধরে যায় এবং মারাত্মক ভাবে দগ্ধ হয়ে তিনি মারা যান। তবে পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় পুলিশ লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে। 

Link copied!

সর্বশেষ :