বাংলাদেশ সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
অমর একুশে বইমেলার

বইমেলার স্টলে বিশৃঙ্খলা:প্রধান উপদেষ্টার নির্দেশ দোষীদের আইনের আওতায় আনার

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১১:৩৮ এএম

বইমেলার স্টলে বিশৃঙ্খলা:প্রধান উপদেষ্টার নির্দেশ  দোষীদের আইনের আওতায় আনার

অমর একুশে বইমেলার একটি স্টলে সংঘটিত ‘বাগবিতণ্ডা ও হট্টগোলের’ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সরকার প্রধানের দপ্তর থেকে সোমবার রাতে এক বিবৃতিতে জানানো হয়, “এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশে নাগরিক অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতিই অবজ্ঞা প্রদর্শন করে।”

অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে। মেলায় নিরাপত্তা জোরদার করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার একুশে বইমেলায় ‘তৌহিদী জনতা’ নামের একটি গোষ্ঠী ‘সব্যসাচী প্রকাশনীর’ স্টলে হামলা চালায়। এ ঘটনায় মেলা প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হলে স্টলটি বন্ধ রাখা হয়। পরে পুলিশ ওই প্রকাশকের নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেওয়ার কথা জানায়।

প্রকাশনা সংস্থাটিতে ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের কবিতার বই বিক্রির অভিযোগে হামলা চালানো হয় বলে জানা যায়। অভিযোগ রয়েছে যে, স্টল কর্তৃপক্ষকে আগেও হুমকি দেওয়া হয়েছিল।

প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতিতে বলা হয়, “একুশে বইমেলা এদেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এই ধরনের ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ন করে এবং ভাষা আন্দোলনের শহীদদের প্রতি অবমাননা প্রদর্শন করে।”

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, “কথিত আন্দোলন ও মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর ও ব্যর্থ প্রমাণের চেষ্টা করলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।”

অন্য শীর্ষ সংবাদসমূহ

স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই শিক্ষার্থী নিহত,আর্জেন্টিনাকে পেছনে ফেলে সবার ওপরে ব্রাজিল,অ্যালুমিনিয়াম ও ইস্পাত আমদানিতে শুল্ক বাড়িয়ে ২৫% করলেন ট্রাম্প,জিম্মি বিনিময়ের দরজা এখনো খোলা আছে: হামাস,‘রিকশা গার্ল’-এর বিশেষ প্রদর্শনী আজ,সালমান রুশদিকে হত্যাচেষ্টার দায়ে অভিযুক্ত ব্যক্তির বিচার শুরু গুয়াতেমালায় হাইওয়ে ব্রিজ থেকে খাদে পড়ে নিহত ৫১,সেভ দ্য চিলড্রেনের প্রকল্প পরিচালককে গলা কেটে হত্যা,শিশু সুরক্ষা নীতি লঙ্ঘন: ইউনিসেফের উদ্বেগ,ঢাকায় বায়ুদূষণ ‘অস্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক’, স্বাস্থ্য জরুরি অবস্থা জারির আহ্বান

 

Link copied!

সর্বশেষ :