বাংলাদেশ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

ডেমরায় অবৈধ তেল উৎপাদনকারী কারখানায় বিএসটিআইয়ের অভিযান, সিলগালা ও জরিমানা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৬:৫২ পিএম

ডেমরায় অবৈধ তেল উৎপাদনকারী কারখানায় বিএসটিআইয়ের অভিযান, সিলগালা ও জরিমানা

ডেমরায় অবৈধ তেল উৎপাদনকারী কারখানায় বিএসটিআইয়ের অভিযান
রাজধানীর ডেমরায় একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সয়াবিন ও পাম তেল জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অবৈধ প্রক্রিয়ায় তেল উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে প্রতিষ্ঠানটিকে সিলগালা ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অভিযানের বিস্তারিত
পবিত্র রমজান মাস সামনে রেখে অবৈধ ও ভেজালকারীরা সক্রিয় হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে ডেমরার আমুলিয়া মডেল টাউনের আল আকসা গুড ফুড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অবৈধ প্রক্রিয়ায় ফর্টিফায়েড সয়াবিন তেল ও ফর্টিফায়েড পাম তেল উৎপাদন করছিল। এই খবর পেয়ে সোমবার সেখানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিএসটিআই। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা। অভিযানের সময় প্রতিষ্ঠানটি থেকে কয়েক শ বোতল সয়াবিন তেল জব্দ করা হয়।

অবৈধ কার্যক্রমের প্রমাণ
বিএসটিআই জানায়, আল আকসা গুড ফুড নামের প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই আফান ব্র্যান্ড নামে ফর্টিফায়েড সয়াবিন ও পাম তেল বোতলজাত করছিল। প্রতিষ্ঠানটি অবৈধভাবে পণ্যের মোড়কে বিএসটিআইয়ের মানচিহ্ন ও ভুয়া কিউআর কোড ব্যবহার করে এসব পণ্য বিক্রি ও বাজারজাত করে আসছে। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ ভোজ্যতেলের মজুত পাওয়া যায়।

সিলগালা ও জরিমানা
অবৈধ প্রক্রিয়ায় সয়াবিন ও পাম তেল বাজারজাতকরণের দায়ে আল আকসা গুড ফুডকে দুই লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সিলগালাও করা হয়েছে বলে জানায় বিএসটিআই।

বিএসটিআইয়ের সতর্কতা
এ বিষয়ে বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেন, ‘একধরনের অসাধু ব্যবসায়ী পবিত্র রমজান সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে। আমরাও তাদের বিষয়ে সজাগ রয়েছি; প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।’ তিনি নকল ও ভেজাল এড়াতে পণ্যের মোড়কে বিএসটিআইয়ের দেওয়া কিউআর কোড স্ক্যান করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন সম্পর্কে নিশ্চিত হয়ে পণ্য কেনার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান।

উপসংহার
পবিত্র রমজান মাসে ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে বিএসটিআইয়ের এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। ভোক্তাদেরও সচেতন হয়ে পণ্য কেনার সময় বিএসটিআইয়ের মানচিহ্ন ও কিউআর কোড যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

Link copied!

সর্বশেষ :