কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে প্রবেশ করে ছয়জনকে পিটিয়ে আহত করেছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হয়েছে।
গত শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট কৃষ্ণনন্দবকশী সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩০-এর কাছে এ ঘটনা ঘটে।
আহতদের পরিচয়:
হামলায় ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ছয়জন আহত হয়েছেন:
- সামছুল আলম (৬০)
- জাবেদ আলী (৬০)
- কাশেম আলী (৪৮)
- রিপন মিয়া (৩৫)
- তাজুল ইসলাম (৩৮)
- লিমন মিয়া (২০)
কীভাবে ঘটল হামলা?
স্থানীয়দের বরাতে জানা গেছে:
- বিএসএফের পাঁচ সদস্য সীমান্ত অতিক্রম করে বারোমাসিয়া নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে।
- তারা কলেজ প্রভাষক জাহাঙ্গীর আলমের বাড়ির কাছে গিয়ে বিধ্বংসী হামলা চালায়।
- কৃষক সামছুল আলম তার তামাকক্ষেত দেখছিলেন, তখন তাকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয় এবং লাঠি দিয়ে পেটানো হয়।
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ও প্রতিবাদ
শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
- বিজিবির পক্ষে নেতৃত্ব দেন: লে. কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম (লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন)।
- বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন: অমিত কুমার সাহা (কোচবিহার ১৪ বিএসএফ ব্যাটালিয়ন)।
বিজিবির কড়া প্রতিবাদের পর বিএসএফ দুঃখ প্রকাশ করে এবং বাংলাদেশে আর এ ধরনের ঘটনা ঘটবে না বলে আশ্বাস দেয়।
সীমান্তে উত্তেজনা, অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন
- বিএসএফের হামলার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
- বিজিবি সীমান্তে নজরদারি ও টহল জোরদার করেছে।
আপনার মতামত লিখুন :