বাংলাদেশ বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বইমেলা-২০২৫: কঠোর নিরাপত্তাব্যবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভারী যান চলাচল নিষিদ্ধ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০২:১৬ এএম

বইমেলা-২০২৫: কঠোর নিরাপত্তাব্যবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভারী যান চলাচল নিষিদ্ধ

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

বইমেলা ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা, ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

ঢাকা: অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বইমেলা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (৩১ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।

আগামীকাল (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। এবারের প্রতিপাদ্য জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’। উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এবারের বইমেলায় ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে, যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৬০৯টি প্রতিষ্ঠান থাকবে। প্যাভিলিয়নের সংখ্যা ৩৭টি।

বইমেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা

প্রতি বছরের মতো এবারও বইমেলাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন—

  • বইমেলা এলাকায় নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে।
  • পুরো মেলা প্রাঙ্গণ সিসিটিভির আওতায় আনা হয়েছে।
  • ডিএমপির পাশাপাশি র‍্যাব ও অন্যান্য বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে।
  • গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক তথ্য সংগ্রহ করবে।

দর্শনার্থীদের নিরাপত্তার জন্য প্রবেশপথে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে বসানো হবে। বিস্ফোরকদ্রব্য ও মাদকদ্রব্য যাতে প্রবেশ করতে না পারে, সে জন্য ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। রাতে বইমেলা এলাকায় সার্চলাইটের ব্যবস্থা করা হয়েছে।

দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

  • ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার’ খোলা হয়েছে, যেখানে হারানো শিশু বা ব্যক্তিকে খুঁজে পেতে সহায়তা করা হবে।
  • বইমেলা এলাকায় ট্রাফিক ডাইভারশন (বিকল্প পথ) চালু থাকবে।
  • যেখানে-সেখানে হকার বসতে দেওয়া হবে না
  • চা-কফির ব্যবস্থা থাকবে, তবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া যাবে না

ডিএমপি কমিশনার বলেন, "দর্শনার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

Link copied!

সর্বশেষ :