বাংলাদেশ সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০১:০২ পিএম

আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা

ফেনীতে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

ফেনীর দাগনভূঞা উপজেলায় আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে বিএনপি কর্মী বেলাল হোসেনকে (৫০) পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজনৈতিক বিরোধ থেকে সংঘর্ষ

নিহত বেলাল হোসেন উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বাসিন্দা এবং বিএনপির কর্মী ছিলেন।

তার মেয়ে সুমাইয়া আক্তার জানান, স্থানীয় বিএনপি কর্মী খুরশীদ আলমের সঙ্গে পুরোনো বিরোধের জেরে সোমবার (২৪ ফেব্রুয়ারি) তার বাবাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। হামলায় খুরশীদ আলম, তার ভাই মজিবুল হক মজন, মজনের ছেলে বিপ্লব ও আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তাকে বাসায় ফিরিয়ে আনা হয়। কিন্তু বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে অবস্থার অবনতি হলে দাগনভূঞা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

দাগনভূঞা থানার ওসি জানান,
"নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Link copied!

সর্বশেষ :