কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মিশনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮:৩০টার দিকে নাইঘর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে ব্রাহ্মণপাড়া থানা।
কী অভিযোগ রয়েছে?
তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর সরাসরি হামলায় যুক্ত ছিলেন আনোয়ার হোসেন মিশন। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা (মামলা নং- ২২(১১)২০২৪) দায়ের করা হয়েছিল।
পুলিশের বক্তব্য
ব্রাহ্মণপাড়া থানার ওসি দেলোয়ার হোসেন খাঁন বলেন—
“নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্রাহ্মণপাড়া উপজেলা সভাপতি আনোয়ার হোসেন মিশনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে সদর দক্ষিণ থানায় মামলা রয়েছে, তাকে আদালতে পাঠানো হবে।”
গ্রেপ্তারের পর তাকে দ্রুত আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগেও অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :