জুলাই অভ্যুত্থানের গণহত্যার বিচার ও আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির দপ্তর সেলের সদস্য শাহাদাত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গাজীপুরে হামলা ও কাসেম খাঁর মৃত্যু
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত আবুল কাসেম খাঁ ঢাকা মেডিকেলে মারা গেছেন। সংগঠনটি তার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
আন্তর্জাতিক স্বীকৃতি ও অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, আন্তর্জাতিক সংস্থাগুলো ইতোমধ্যে স্বৈরাচারী আওয়ামী লীগের গণহত্যার প্রমাণ পেয়েছে, যা জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। কিন্তু দলটির নেতারা অনুশোচনা না করে বরং আরও সহিংসতা চালিয়ে যাচ্ছে।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান
সংগঠনটি আরও বলেছে, গাজীপুর ও মিরপুরের সাম্প্রতিক গুপ্তহত্যা ও সহিংসতার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। তারা জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগের আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :