বাংলাদেশ সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

জয় বাংলা স্লোগান দিয়ে সমন্বয়কদের ওপর হামলা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১২:৫৬ পিএম

জয় বাংলা স্লোগান দিয়ে সমন্বয়কদের ওপর হামলা

সমন্বয়কদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় শাহবাগ চত্বর থেকে বাংলামোটর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল শেষে বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

হামলাকারীদের কঠোর বিচার দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু বলেন,
"আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমন্বয়কদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করলে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি করা হবে। ঢাকা ব্লক করা হবে।"

সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান

মুখ্য সংগঠক যুবরাজ বলেন,
"একটা সিন্ডিকেট মাঠে নেমেছে জুলাই বিপ্লবের ছাত্রদের রাজনীতি বন্ধ করতে। আমরা সেটা হতে দেবো না। যারা আমার ভাইয়ের ওপর হামলা করলো, তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।"

শিক্ষার্থীরা নতুন ছাত্র-জনতার রাজনৈতিক দলের ঘোষণাও শহীদ মিনারের চত্বরে দেওয়ার দাবি জানিয়েছেন।

Link copied!

সর্বশেষ :