বাংলাদেশ সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

চকরিয়ায় ডাকাত দলের হামলায় আহত হয়ে সেনা কর্মকর্তার মৃত্যু

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৩:৫১ পিএম

চকরিয়ায় ডাকাত দলের হামলায় আহত হয়ে সেনা কর্মকর্তার মৃত্যু

নিহত সেনা কর্মকর্তা মো: তানজিম সরোয়ার। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতদের ছুরিকাঘাতে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সেনা কর্মকর্তার নাম মো. তানজিম সারওয়ার (২৩)। তিনি সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে দায়িত্ব পালন করছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায়। 2022 সালে, তিনি 82তম দীর্ঘমেয়াদী কোর্সে বাংলাদেশ মিলিটারি একাডেমির আর্মি সার্ভিস কোরে (ASC) কমিশন লাভ করেন।

স্থানীয়রা জানায়, পূর্ব মাইসপাড়ায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাতদল হানা দেয়- এ সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান চালায়। ডাকাতরা সম্মিলিত বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার ডাকাতকে ধাওয়া করে ধরে ফেললেও ডাকাত দ্রুত তার মাথায় ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় অন্যান্য সেনা সদস্যরা উদ্ধার করে এবং তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সেনা কর্মকর্তার ময়নাতদন্ত কক্সবাজার সদর হাসপাতালে করা হয়েছে। সদর হাসপাতালে সেনা কর্মকর্তার ময়নাতদন্ত শেষে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, মরদেহটি সেনাবাহিনীর হেফাজতে রয়েছে।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ ঘটনাস্থলে পৌঁছান। তিনি চকরিয়া থানা পুলিশকে ডাকাতদের ধরতে তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেন। চকরিয়া জেলার উপ-পুলিশ কমিশনার রাকিব উর রাজা জানান, ঘটনাস্থল থেকে ছয়টি গুলি ও একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।

Link copied!

সর্বশেষ :