বইপ্রেমীদের জন্য সুখবর! অমর একুশে বইমেলার ১০ম দিনে প্রকাশিত হয়েছে ৯৭টি নতুন বই। এ নিয়ে মেলার প্রথম দশ দিনে প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৮টিতে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘মাকিদ হায়দারের কবিতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন চঞ্চল আশরাফ। আলোচনায় অংশ নেন আসিফ হায়দার ও শাওন্তী হায়দার। সভাপতিত্ব করেন আতাহার খান।
প্রাবন্ধিক চঞ্চল আশরাফ বলেন, ষাটের দশকে কবি হিসেবে আত্মপ্রকাশ করলেও মাকিদ হায়দার প্রচলিত ধারার অনুসারী ছিলেন না। তিনি সহজবোধ্য ভাষা ও স্বতন্ত্র শৈলীতে কবিতা রচনা করেছেন, যা বাংলা কবিতার আধুনিক ধারায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
সভাপতির বক্তব্যে আতাহার খান বলেন, "মাকিদ হায়দার আরোপিত রূপ বা আড়ালের আশ্রয় না নিয়ে স্পষ্ট ও সরল ভাষায় কবিতা লিখেছেন, যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।"
আজ ‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন আবু সাঈদ খান ও পাভেল পার্থ। এছাড়া আবৃত্তি পরিবেশন করেন সাহেদ মন্তাজ, শাহ কামাল সবুজ ও আফরোজা পারভীন।
সাংস্কৃতিক আয়োজনে ফয়জুল আলম পাপ্পুর পরিচালনায় আবৃত্তি সংগঠন ‘প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন’ এবং ঢালী মোহাম্মদ দেলোয়ারের পরিচালনায় ‘বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা)’ পরিবেশনা উপস্থাপন করে। সংগীত পরিবেশন করেন সুমন মজুমদার, শারমিন সাথী ইসলাম, সুনীল সূত্রধর, ড. পরিতোষ মণ্ডল, ফারহানা আক্তার শার্লি ও শাহনাজ নাসরীন ইলা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বইমেলা বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে ‘স্মরণ : মনিরুজ্জামান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন মাশরুর ইমতিয়াজ, আলোচনায় অংশ নেবেন সালমা নাসরীন ও মামুন অর রশীদ। সভাপতিত্ব করবেন অধ্যাপক মনসুর মুসা।
আপনার মতামত লিখুন :