বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১

গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্টে সেনাবাহিনীর অভিযানে আটক ৮

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৭:১২ এএম

গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্টে সেনাবাহিনীর অভিযানে আটক ৮

গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্টে আটক ৮: ছবি সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার, আটকদের বিরুদ্ধে মামলা হবে।

গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে সেনাবাহিনীর বিশেষ অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালান।

গাইবান্ধা সদর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) নূরনবী সরকার জানান, প্রায় এক ঘণ্টার অভিযান শেষে বিপুল পরিমাণ জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা

অভিযানে আটক ৮ জনকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হবে, জানিয়েছেন এএসআই নূরনবী সরকার।

Link copied!

সর্বশেষ :