বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস-২০২৫

শিবিরের উপস্থিতি নিয়ে ৫ ছাত্রসংগঠনের আপত্তি

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১০:১৫ পিএম

শিবিরের উপস্থিতি নিয়ে ৫ ছাত্রসংগঠনের আপত্তি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস-২০২৫ আয়োজনের প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় ইসলামী ছাত্রশিবিরের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছে পাঁচটি ছাত্রসংগঠন। এ ঘটনায় সভা বর্জন করেছে তারা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মেরাজ খান আদরের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে গণহত্যায় জড়িত ইসলামী ছাত্রশিবিরকে আমন্ত্রণ জানানোয় সভা বর্জন করেছে ছাত্র ইউনিয়নসহ পাঁচটি ছাত্রসংগঠন।

ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, "মহান মুক্তিযুদ্ধে গণহত্যাকারী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে ছাত্র ইউনিয়ন কোনো আলোচনায় অংশ নিতে পারে না। শুধু মুক্তিযুদ্ধই নয়, ছাত্রশিবিরের সন্ত্রাসের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। ছাত্র ইউনিয়নসহ অন্যান্য সংগঠনের বহু কর্মীর রক্ত লেগে আছে শিবিরের হাতে। আমরা গণহত্যাকারী ও সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা করব না।"

তিনি জানান, সভায় ছাত্রশিবিরের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর ছাত্র ইউনিয়ন, ছাত্রদল, ছাত্রফ্রন্ট, ছাত্র মৈত্রী ও অন্যান্য সংগঠন সভা বর্জন করে।
জানা গেছে, সভায় ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, ঢাবি সভাপতি এসএম ফরহাদ এবং সেক্রেটারি জেনারেল মহিউদ্দিন খান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস-২০২৫ উদযাপনের আয়োজক কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান বলেন, "একুশে উদযাপন নিয়ে আমাদের সভা ছিল। সেখানে কিছু ছাত্রসংগঠনের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। আমরা তাদের কথা শুনেছি। তবে এই কমিটির এখতিয়ারের বাইরে হওয়ায় তাদের পরামর্শ দিয়েছি যথাযথ ফোরামে অভিযোগ উপস্থাপনের জন্য।"

তিনি আরও বলেন, "একুশে উদযাপনে সহযোগিতার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়ে মিটিং সমাপ্ত করেছি।"

Link copied!

সর্বশেষ :