রাজধানীর পল্লবী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, দুটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়। গতকাল বুধবার রাতে এ অভিযান চালানো হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়
গতকাল রাত পৌনে ১২টার দিকে পল্লবীর বালুরঘাট এলাকায় একটি দোকানে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাকিব (১৮), মো. ইয়াছিন (১৯), মো. শিমুল (২০), মো. সুজন (১৯) ও রাব্বী হাসান ওরফে জয় (২০)।
পুলিশ জানিয়েছে, ডাকাত চক্রের আরও ৭-৮ জন পালিয়ে গেছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা দেশীয় অস্ত্রসহ ডাকাতির পরিকল্পনা করছিল বলে স্বীকার করেছে। যৌথ বাহিনীর অভিযানে তাদের পরিকল্পনা নস্যাৎ হয় এবং বড় ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আগেই তারা আটক হয়।
আপনার মতামত লিখুন :