সিঙ্গাপুরের বৃহত্তম ব্যাংক ডিবিএস আগামী তিন বছরে ৪০০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং চুক্তিভিত্তিক পদ চালুর কারণে স্বাভাবিকভাবেই এই ছাঁটাই প্রক্রিয়া হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
কেন ছাঁটাই হচ্ছে?
ডিবিএস ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, অস্থায়ী ও চুক্তিভিত্তিক নিয়োগের সংখ্যা বাড়বে, আর মানুষের বদলে এআই কাজ করবে। এতে কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি পেলেও বহু কর্মী চাকরি হারাবেন।
তবে ব্যাংকের প্রধান নির্বাহী পীযূষ গুপ্ত বলেন,
"আতঙ্কের কিছু নেই, কারণ মানুষের বদলে এআই কাজ করলেও প্রায় ১০০০ নতুন পদ তৈরি করা হবে।"
এআই কীভাবে ব্যাংক খাতকে বদলাচ্ছে?
ডিবিএস ব্যাংক ইতোমধ্যে ৩৫০ ধরনের কাজের জন্য ৮০০টিরও বেশি এআই মডেল স্থাপন করেছে। এর মাধ্যমে ২০২৪ সালেই ব্যাংকটি ৭৪৫ মিলিয়ন মার্কিন ডলার মুনাফা আশা করছে।
বিশ্বব্যাপী এআইয়ের প্রভাব
✅ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) সতর্ক করেছে যে এআই বিশ্বব্যাপী ৪০% চাকরি হুমকির মুখে ফেলবে।
✅ ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি বলছেন, এআই কর্মসংস্থানের সুযোগ নষ্ট করবে না, বরং কর্মীদের নতুন দক্ষতা শেখার সুযোগ দেবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ
AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো ভবিষ্যৎ। ভবিষ্যতে একটা সময় সময় আসবে যখন আমরা AI ছাড়া একটা মুহূর্তও কল্পনা করতে পারবো না। দিনে দিনে প্রত্যেকটি সেক্টরে AI এর গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে , বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের কোম্পানিতে রোবট ব্যবহারের মাধ্যমে নিজেদের পণ্যের উৎপাদন কয়েকগুণ বাড়িয়ে নিয়েছে তাছাড়া এর ফলে কাজের মধ্যে কোনো বিরতি দিতে হয় না কেননা রোবট মানুষের মতো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে না।
২০২২ সালে AI এর মার্কেট সাইজ যেখানে ৩৮৭ বিলিয়ন ডলার ছিল ২০২৯ সালে সেটি ১৩৯৪ বিলিয়ন ডলার ছড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর থেকেই আমরা কিঞ্চিৎ ধারণা করতে পারি যে ভবিষ্যৎ পৃথিবীতে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা কি পরিমাণে বৃদ্ধি পেতে পারে। তাই আমরা সকলে এই বিষয়টির উপর জ্ঞান অর্জন করে নিজেদের সময়ের থেকে এগিয়ে রাখতে পারি। যাতে করে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি গুলো নিয়ে আমরা কাজ করতে পারি।
এর থেকে আমরা বুঝতে পারি যে কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই এই কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আমরা যেমন অনেক উন্নতি করতে পারি তেমনি এর খারাপ দিকগুলো বর্জন করা জরুরি যাতে মানুষের ক্ষতি না হয়। আর তাই আমাদের সকলের উচিত AI এর ভালো দিকগুলো নিয়ে কাজ করে দেশ ও জাতির উন্নতি করা উচিত আর এই জন্য আমাদের AI এর ব্যবহার ভালোভাবে শিখে সেটি নিয়ে আগানো উচিত।
এআই প্রযুক্তি ব্যাংকিং খাতকে নতুন যুগে নিয়ে গেলেও কর্মসংস্থানের অনিশ্চয়তা বাড়ছে, যা বিশ্বজুড়েই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আপনার মতামত লিখুন :