বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১

মোংলায় ইউএনও‍‍ অপসারণের দাবি ২৪ ঘণ্টার আল্টিমেটাম

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৯:৪২ পিএম

মোংলায় ইউএনও‍‍ অপসারণের দাবি ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে মোংলায় ইউএনও আফিয়া শারমিনের অপসারণ দাবি। ছবি: সংগৃহীত

মোংলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনের অপসারণের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপসারণের আল্টিমেটাম দিয়েছেন।

কী নিয়ে বিতর্ক?

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে মোংলা উপজেলা পরিষদ কার্যালয়ে আওয়ামী লীগের কয়েকজন ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে ইউএনও আফিয়া শারমিন গোপন বৈঠক করেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।

বিকেলে মোংলা পোর্ট পৌর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। পরে পৌর চত্বরে এক প্রতিবাদ সমাবেশে ইউএনওর অপসারণের দাবি জানান তারা।

অভিযোগ কী?

প্রতিবাদকারীদের অভিযোগ, আফিয়া শারমিন দায়িত্ব নেওয়ার পর থেকেই সেবা গ্রহণকারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ রাখছেন।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপসারণ করা না হলে উপজেলা পরিষদ ও পৌর ভবন ঘেরাও করা হবে।

ইউএনওর প্রতিক্রিয়া

এই বিষয়ে ইউএনও আফিয়া শারমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Link copied!

সর্বশেষ :