অস্ট্রেলিয়ায় উদ্ধার ভারতীয় মহিলার মৃতদেহ। ৩৬ বছর বয়সী এই মহিলার দেহ শনিবার বাকলের রাস্তায় এক ডাস্টবিন থেকে পাওয়া গিয়েছে। এই ঘটনার পর মৃত স্বামী তাঁদের ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
মহিলার নাম চৈতন্য মাধগনি।
পুলিস সূত্রে খবর, চৈতন্যর স্বামী তাঁকে হত্যা করেছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনার পর মৃত স্বামী তাঁদের ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এবং সেখানে শ্বশুর-শাশুড়ির কাছে সন্তানকে তুলে দেন। ঘটনার পরিপ্রেক্ষিতে ভিক্টোরিয়া পুলিস একটি বিবৃতিতে জানিয়েছে, `শনিবার উইনচেলসির কাছে বাকলেতে একজন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীকে গোয়ান্দারা খোঁজার তদন্তে নেমে পড়েছে।`
আপনার মতামত লিখুন :