বাংলাদেশ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

এই সময়ের কনের সাজপোশাকে যে ভিন্নধারা চলছে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৪, ০৯:০৭ পিএম

এই সময়ের কনের সাজপোশাকে যে ভিন্নধারা চলছে

বেনারসির লেহেঙ্গায় কনেমডেল: সারিকা সাবা। ছবি: কবির হোসেন

কনের পরনে বেশ কয়েক বছর ধরেই ভিন্নধারার পোশাকের চল দেখা যাচ্ছে। কখনো মূল অনুষ্ঠানে আবার কখনো আক্‌দ, গায়েহলুদ বা বউভাতের দিনে কনে পরছেন লেহেঙ্গা, গাউন বা শারারার মতো পোশাক। এ ধরনের পোশাকের সঙ্গে কনে সাজে কখনো থাকছে আধুনিকতার ছোঁয়া আবার কখনো ট্র্যাডিশনাল সাজেই সেজে উঠছেন কনে। নো মেকআপ লুক, রুপার গয়না, টেনে বাঁধা চুল—সবকিছু ছাপিয়ে কনের পোশাকের বৈচিত্র্য এখন বেশ নজর কাড়ছে। বিয়ের চলতি সাজে লেহেঙ্গা এখন বেশ জনপ্রিয়। পাশাপাশি গাউন, শারারা, কামিজের মতো পোশাকও দেখা যাচ্ছে। সম্প্রতি ভিন্ন ঘরানার এসব বিয়ের পোশাক তৈরি করে বেশ আলোচনায় তরুণ ডিজাইনার সাফিয়া সাথী। বলছিলেন, মূল অনুষ্ঠানে না হলেও বিয়ের যেকোনো একটি পর্বে কনেরা এখন এ ধরনের পোশাক বেছে নিচ্ছেন। ভিন্নধারার বিয়ের পোশাকের জন্য আগে পার্শ্ববর্তী দেশগুলো জনপ্রিয় ছিল। তবে এখন দেশি কাপড়ে দেশেই এ ধরনের পোশাক তৈরি হচ্ছে বলে জানালেন এই ডিজাইনার।

গাউন, লেহেঙ্গা বা শারারা–কামিজের মতো পোশাক তৈরিতে উপকরণ হিসেবে নেট বা মসলিনের কাপড়ের জনপ্রিয়তা বেশি। তবে এখন বেনারসি, সিল্ক, এমনকি কাতান কাপড়েও তৈরি হচ্ছে এমন পোশাক। ছিমছাম সাজ আর হালকা গয়নায় ভিন্ন ঘরানার এসব বিয়ের পোশাকে কনে যেন আরও আকর্ষণীয় হয়ে উঠছেন।

বিয়ে নয়, আক্‌দ বা বউভাতের দিন মানিয়ে যাবে এই লেহেঙ্গা। লেহেঙ্গাটা হতে পারে সাদা কাতান বা বেনারসির। পাড়ে, আঁচলে থাকতে পারে ভারী জারদৌসি কাজ। এ ধরনের পোশাকের সঙ্গে কনের মেকআপ ন্যুড থাকলেই ভালো দেখায়। কনের চোখে বাইরের দিকে কাজল টেনে দিতে পারেন। হালকা লিপস্টিকের সঙ্গে হালকা গয়নায় ভালো দেখাবে কনেকে। মাঝখানে সিঁথি করে টেনে বাঁধা খোঁপায় থাকতে পারে ফুল।

Link copied!

সর্বশেষ :