বাংলাদেশ রবিবার, ২২ জুন, ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২

২১ বছর বয়সে ১৯৬ টি দেশ ভ্রমন করেছেন লেক্সি আলফোর্ড, এসেছিলেন বাংলাদেশেও

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৮:৩২ পিএম

২১ বছর বয়সে ১৯৬ টি দেশ ভ্রমন করেছেন লেক্সি আলফোর্ড, এসেছিলেন বাংলাদেশেও

লেক্সি আলফোর্ড ২১ বছর বয়সে ১৯৬ টি দেশ ভ্রমনের রেকর্ড গড়ে নাম লিখিয়েছেন গিনেস বুকে

আমেরিকান ট্রাভেলার লেক্সি আলফোর্ড এর জন্ম ১৯৯৮ সালে। অনেক অল্প বয়সেই তার মাথায় চেপেছিলো ভ্রমনের ভূত। সেখান থেকেই নিজের প্যাশন সামনে রেখে বেড়িয়ে পড়েছিলেন ভ্রমনে। বিশ্বের ১৯৬ টি দেশে তিনি গিয়েছেন। এমনকি তার ভ্রমনকৃত দেশের তালিকায় রয়েছে ঝুঁকিপূর্ন সাউথ কোরিয়ার নামও৷ এছাড়াও তার ঝুলিতে রয়েছে অসংখ্য রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা। পৃথিবীর কোনায় কোনায় চষে বেড়িয়েছেন তিনি। 

২০১৯ সালের ৪ অক্টোবরে মাত্র ২১ বছর বয়সে মোজাম্বিক এ তিনি শেষ করেন তার বিশ্বভ্রমন, এরই সাথে ভেঙ্গে ফেলেন সর্বকনিষ্ঠ ভ্রমনকারী এবং সর্বোচ্চসংখ্যক দেশ ভ্রমনের বিশ্ব রেকর্ড।

লেক্সি আলফোর্ড ২০১৮ সালে এসেছিলেন বাংলাদেশও৷ বাংলাদেশ ভ্রমণ নিয়ে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করছেন। সেখান থেকেই কিছুটা তুলে ধরার চেষ্টা করছি।

বাংলাদেশে আসবেন তা তিনি কখনো কল্পনাও করেন নি। মায়ানমার ঘুরে সেখান থেকেই তার বাংলাদেশে আসা। প্লেনে তার দেখা হয়েছিল বাংলাদেশী যাত্রীদের সাথে।যাত্রীদের একজন তাকে বাংলাদেশে স্বাগতমও জানিয়েছিলেন। প্লেনে আসতে আসতে তিনি উপর থেকে বাংলাদেশের নদী এবং ধান ক্ষেতের দৃশ্য উপভোগ করছিলেন।

রাত ১০টার দিকে তিনি ঢাকা শহরে নামেন। তবে তার কাছে ঢাকাকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি মনে হয়েছিল। যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে বাংলাদেশে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া তিনি যতটা কঠিন মনে করেছিলেন তার থেকে সহজেই মাত্র ২০ মিনিটে ৫১ ডলার খরচ করে পুরো প্রক্রিয়া শেষ করাটা তার কাছে ভালোই লেগেছিল।

ইমিগ্রেশন থেকে বের হওয়ার পর হোটেল পর্যন্ত যেতে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে তিনি বেশ ভালোই অভ্যর্থনা পেয়েছিলেন। 
তবে হোটেলে যেতে যেতে ট্রাফিক জ্যাম তাকে একটু বিরক্ত করেছিলো এবং তার মনোভাব ছিলো এমন যে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ যানজট ঢাকাতেই রয়েছে। যার কারনে কর্মঘণ্টা নষ্ট হয়ে দেশের উৎপাদনশীলতা নষ্ট হচ্ছে।

দেশটি যতই চ্যালেঞ্জিং হোক, তিনি গোটা ভ্রমনের সময়টা যাদের যাদের সঙ্গে দেখা করেছেন তারা প্রত্যেকেই তাকে শ্রদ্ধা করেছেন এবং সদয় আচরণ করেছেন। নিরাপত্তা নিয়ে তিনি পজিটিভ মানসিকতা প্রকাশ করেছেন৷ এছাড়াও বাংলাদেশের মানুষদের ইংরেজি অন্য অনেক এশিয়ান দেশের তুলনায় ভালো বলে মনে হয়েছে তার কাছে। বাঙ্গালীদের চোখ এবং হাসিতে তিনি আন্তরিকতা দেখেছেন। পরিশেষে বাংলাদেশ ভ্রমনের মধ্য দিয়ে তিনি একটা পজিটিভ অভিজ্ঞতা নিয়ে গেছেন এবং তা তুলে ধরেছেন বিশ্বের দরবারে।

বাংলাদেশ সম্পর্কে তিনি পয়েন্ট আউট করে আরো কিছু তথ্য দিয়েছেন। যেমন:

বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ কৃষক।

৩০% মানুষ দৈনিক ২ ডলারের কম আয়ে জীবনযাপন করে।

জাতীয় পশু হলো বেঙ্গল টাইগার, যা দ্রুত বিলুপ্তির পথে।

বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক শিল্পের কেন্দ্র।

এখানে ২,০০০ টিরও বেশি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। তবে নিয়মিত পাঠক মাত্র ১৫%।

বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ এবং ম্যানগ্রোভ বন বাংলাদেশে অবস্থিত।

লেক্সি আলফোর্ড একজন সফল ট্রাভেলার। এছাড়াও তিনি একাধারে ট্রাভেল ভ্লগার, ট্রাভেল স্টোরি রাইটার। ইউটিউবে রয়েছে তার বিশাল ফ্যানবেইজ। তার ইউটিউব চ্যানেল Lexie timeless এ তিনি তার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করে থাকেন। 
 

Link copied!

সর্বশেষ :