বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

শীতকালে সিলিং ফ্যান বন্ধ রাখার আগে যেভাবে যত্ন নেবেন

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ১১:৫৭ এএম

শীতকালে সিলিং ফ্যান বন্ধ রাখার আগে যেভাবে যত্ন নেবেন

শীতের আগে ফ্যানের যত্ন।

শীতকালে দীর্ঘ দিন সিলিংফ্যান চালু না থাকলে ধুলো-ময়লা জমে এটি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই ফ্যান বন্ধ রাখার আগে কিছু বিশেষ যত্ন নেওয়া জরুরি নাহলে এর কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। চলুন ধাপে ধাপে জেনে নেয়া যাক শীতের পূর্বে ফ্যানের যত্ন।

১. প্রথমেই ফ্যানের ব্লেড ও বডি ভালোভাবে পরিষ্কার করতে হবে। ব্লেডে ধুলো জমে গেলে তা একটি নরম কাপড় বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। বেশি ধুলো জমলে হালকা ফ্যান ক্লিনিং স্প্রে ব্যবহার করা যেতে পারে এবং স্প্রে করার পর আবার নরম কাপড় দিয়ে মুছে নিতে হবে। এছাড়াও মোটরের আশেপাশেও ভালোভাবে পরিষ্কার করতে হবে কেননা এখানেও ধুলো জমতে পারে যা মোটরের কার্যক্ষমতায় প্রভাব ফেলতে পারে।

২. ফ্যানের স্ক্রু এবং অন্যান্য জোড়া অংশগুলো ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে।শীতকালে ফ্যান বন্ধ থাকার কারণে স্ক্রুগুলো ঢিলে হয়ে যেতে পারে তাই সব স্ক্রু ও জোড়া শক্ত করে বাঁধা প্রয়োজন। ফ্যানের ভারসাম্য ঠিক আছে কিনা সেটিও নিশ্চিত করতে হবে কারণ ভারসাম্য ঠিক না থাকলে ফ্যান চালানোর সময় ঘ্যাঁচ ঘ্যাঁচ শব্দ হতে পারে।

৩. মোটর ও বিয়ারিংয়ে মাঝে মাঝে তৈলাক্তকরন করতে হবে। ফ্যানের বিয়ারিং ও মোটরে লুব্রিক্যান্ট বা মেশিন অয়েল ব্যবহার করলে ফ্যানের কার্যক্ষমতা বাড়বে এবং এটি মসৃণভাবে চলবে। তবে তৈলাক্তকরণের সময় সাবধান থাকতে হবে যাতে তেল বা লুব্রিক্যান্ট মোটরের অন্যান্য অংশে সরাসরি না লাগে।

৪. দীর্ঘদিন ফ্যান বন্ধ থাকলে বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে রাখা উচিত। এতে নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়াও ফ্যানকে ধুলো-ময়লা থেকে রক্ষা করার জন্য ফ্যান কাভার ব্যবহার করা যেতে পারে এত দীর্ঘদিন বন্ধ থাকলেও ব্লেডে ধুলো জমতে বাধা দেবে। অনেকেই ঘরোয়া ভাবে পেপার কিংবা কাপড়ের টুকরো দিয়ে ফ্যান বেধে রাখেন। তবে বর্তমানে বিভিন্ন স্টাইলিশ, কাস্টমাইজ ফ্যান কভার কিনতে পাওয়া যায়। 

পরিশেষে, কিছু সতর্কতা মেনে চলা জরুরি। ফ্যান পরিষ্কার করার সময় অবশ্যই ফ্যান বন্ধ রাখতে হবে এবং মেরামতের প্রয়োজন হলে অভিজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নিতে হবে। সঠিকভাবে যত্ন নিলে ফ্যানটি দীর্ঘদিন ভালো থাকবে এবং পরবর্তী গ্রীষ্মকালে নির্বিঘ্নে ব্যবহার করা যাবে।

 

Link copied!

সর্বশেষ :