বাংলাদেশ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

ফাতিহা আয়াত বয়স শিক্ষা জীবনী এবং সকল তথ্য

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪, ১২:০৪ এএম

ফাতিহা আয়াত বয়স শিক্ষা জীবনী এবং সকল তথ্য

ফাতিহা আয়াত সম্পর্কে আকর্ষণীয় তথ্য

ফাতিহা আয়াত সম্পর্কে আকর্ষণীয় তথ্য
 

• ফাতিহা আয়াত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভুত লেখক, শিশু অধিকার কর্মী ও একজন জলবায়ু পরিবর্তন সংস্কারক।

• ২০১৮ সালে মাত্র সাত বছর বয়সে তিনি জাতিসঙ্ঘের ইকোসক চেম্বারে আন্তর্জাতিক যুব দিবস সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বক্তব্য রাখেন। পরবর্তী বছর ২০১৯ সালে তিনি জাতিসঙ্ঘের ৭৪তম সাধারণ অধিবেশনে শিশু অবমাননা, লিংগ বৈষম্য ও পারিবারিক সহিংসতা বিষয়ে বক্তব্য রাখেন।

• ২০২০ সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ১ম বার্ষিক হার্ভার্ড আন্ডারগ্রাজুয়েট উনিসেফ ক্লাব কনফারেন্সে জলবায়ু প্রশমন ও টেকসই অভিযোজন বিষয়ে বক্তব্য রাখেন। ফাতিহা আয়াত ২০২১ সালে স্কটল্যান্ডে অনুষ্টিতব্য জাতিসঙ্ঘ জলবায়ু পরিবর্তন সম্মলেনে প্রণিতব্য গ্লাসগো অ্যাগ্রিমেন্টের খসড়া তৈরীতে জলবায়ু পরিবর্তনের রূপরেখা সম্মেলনের অধীনে একজন অংশীদারের ভুমিকা পালন করেন।

• একই বছর তিনি জাতিসঙ্ঘের ৭৬তম সাধারণ অধিবেশনের বিজ্ঞান সম্মেলনের ফিচারড স্পীকারের এবং জর্জিয়া টেক বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক জলবায়ু কর্মসূচী সম্মেলনের লাইটনিং স্পীকারের সম্মাননা পান।

• ফাতিহা আয়াতের তিনটি বই প্রকাশিত হয়েছে। অ্যাামাযন পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে বেয়ার উইথ অ্যা বেয়ার এবং সিস্টার্স রিইউনিয়ন। আর অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ডায়েরী অব অ্যা মুসলিম কিড। তিনি CHIL&D নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা যেখানে তিনি জলবায়ু, স্বাস্থ্য, তথ্য, শিক্ষা ও উন্নয়ন নিয়ে কাজ করেন।

• ফাতিহা আয়াত তার নিজের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে শিশুদের জন্য গণিত, বিজ্ঞান, কোডিং, আন্তর্জাতিক সংবাদ, গল্প বলা, কোরআন তেলাওয়াত ও তাফসীর প্রেজেন্ট করেন। তার আদর্শ হল – “Education is Fun, Play to Learn”। তিনি একজন সার্টিফায়েড অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপস ডেভেলপার। তিনি বর্তমানে পবিত্র কোরআন হিফয করছেন।

 

জন্ম ও প্রারম্ভিক জীবন

ফাতিহা আয়াত ২০১১ সালের ১৩ অক্টোবর, বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় তদানীন্তন আমেরিকান সুপারস্পেশিয়ালিটি হসপিটালে জন্ম গ্রহণ করেন, পরবর্তীতে যা কুয়েত বাংলাদেশ মৈত্রি হাসপাতাল নামে পরিচিত হয়। জন্মের পর প্রথম চার বছর ফাতিহা আয়াত বেড়ে ওঠেন ঢাকা’র উত্তরায়। পরবর্তীতে ২০১৫ সালে তিনি মা-বাবা’র সাথে অভিবাসনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

শিক্ষাজীবন

• ফাতিহা আয়াতের প্রাতিষ্ঠানিক পড়াশুনা শুরু হয় ২০১৬ সালে। সে বছর তিনি লুইস সিমিওনি স্কুলে কিন্ডারগার্টেনে ভর্তি হন। পরবর্তি বছরেই তিনি নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড প্রোগ্রামের আওতায় ভর্তি হন ন্যান্সি ডিবেনেডিটিস স্কুলে। বর্তমানে ফাতিহা এই স্কুলেই ৫ম গ্রেডে লেখাপড়া করছেন।

• এছাড়াও ফাতিহা আরো দুটি প্রতিষ্টানের শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত আছেন। তিনি বাইজুস’এ অ্যাডভান্স কোডিং অ্যান্ড স্পেস টেক কারিকুলামের একজন শিক্ষার্থী। একই সাথে তিনি তারতিল কোরআন’এর হিফয কার্যক্রমের সাথে যুক্ত আছেন।

• ফাতিহা আয়াত গুগলের সাথে গ্রো উইথ গুগল কোডিং, মাইক্রোসফটের সাথে আওয়ার অব কোড এবং অ্যাপলের সাথে স্ফেরো রোবট অবস্ট্যাকল চ্যালেঞ্জে অংশ নেয়।

অন্যান্য বক্তব্য ও ভাষনঃ

• আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন, প্যালেস্টাইন ও কাশ্মীরের শিশুদের মানবাঅধিকার লঙ্ঘনের প্রতিবাদে ফাতিহা আয়াত ২০১৯ সালে মানবাধিকার দিবসে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনে বক্তব্য রাখেন।

• এছাড়া ফাতিহা আয়াত জাতিসঙ্ঘ জলবায়ু ও মহাসাগর সমিতির সভায়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট স্কুল অব জার্নালিজমে, নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটি অব গ্রাজুয়েট সেন্টারে এবং নিউইয়র্ক সিটি কলেজিয়েট ইউনিসেফ কনফারেন্সে জলবায়ু শরণার্থী বিষয়ে বক্তব্য রাখেন।

• তিনি কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটযের ২০১৮ সালের স্টেট অব দ্য বরো প্রোগ্রামে প্লেজ অব এলিজেন্স পারফর্ম করেন। ২০১৯ সালে মুসলিম কমিউনিটি নেটওয়ার্কের অনুষ্ঠানে ফাতিহা আয়াত বক্তব্য রাখে মুসলিম অভিবাসীদের অধিকার সংক্রান্ত বিষয়ে।

• তিনি নিউইয়র্কে অনুষ্ঠিত দক্ষিণ এশিয় সম্মলেন ২০১৯ এ প্লেজ অব এলিজিয়েন্স পারফর্ম করেন।

 

স্বীকৃতি ও সম্মাননাঃ

• জাতিসঙ্ঘে যুক্তরাষ্ট্রের ইয়ুথ অবজার্ভার মুনীরা খলিফ ব্রুকলিন বরো হলে ২০১৭ সালে জাতিসংঘ দিবস পালনের অনুষ্ঠানে অংশ্রহণের জন্য এবং কানাডার নারী বিষয়ক মন্ত্রী মারিয়াম মোনসেফ জাতিসঙ্ঘ সদরদপ্তরে ২০১৭ সালে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালনের অনুষ্ঠানে অংশ্রহণের জন্য ফাতিহা আয়াতকে আমন্ত্রণ জানান।

• জাতিসঙ্ঘ পরিবেশ কর্মসূচীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সত্য ত্রিপাঠী এবং কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্ণী মেলিন্ডা কাটয তাদের বক্তব্যে ফাতিহা আয়াতকে ধন্যবাদ জানান।

• নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির শিশুদের জন্য ফাতিহা আয়াতের কাজের স্বীকৃতি স্বরূপ নিউইয়র্ক ষ্টেটের সিনেটর জন লিউ এবং ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস এর পক্ষ থেকে ফাতিহাকে সম্মাননা সনদ প্রদান করা হয়।

• নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাজিও এবং চন্দ্রবিজয়ী এডুইন অলড্রিন ফাতিহা আয়াতকে চিঠি লিখেছেন।

• এছাড়াও ফাতিহা আয়াতকে ব্যক্তিগতভাবে স্বীকৃতি দেন নভোচারী ডন থমাস ও নিকোল স্টট, কংগ্রেসওম্যান গ্রেস মেং এবং সায়েন্স পোর্টের ইন্সট্রাকশনাল অ্যাসিস্ট্যান্ট ন্যাথান রুথম্যান।

 

পুরষ্কার ও সনদঃ

১. ফাতিহা আয়াত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল সিকিউরিটি এসেনশিয়ালস সনদ, বিবিসি জানালা’র প্রফেশনাল এক্সেল মাস্টারক্লাস সনদ, গার্লস ইন পলিটিক্স ইনিশিয়েটিভের মিনি ক্যাম্প কংগ্রেস ফর গার্লস সনদ ছাড়াও ফ্ল্যামেনকো ভিভো কার্লোটা সান্টানা থেকে রেসিডেন্সী সনদ, ফ্রাঙ্কলিন ইন্সটিটিউট থেকে জিএসকে সায়েন্স ইন দ্য সামার সনদ এবং ইউনিসেফ থেকে টেলেনর চাইল্ড অনলাইন সেইফটি সনদ নাভ করেন।

২. নিউইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল ২০১৭ সালে ফাতিহা আয়াতকে নর্থ আমেরিকান বাংলাদেশী কমিউনিটিতে অনন্য অবদান রাখার জন্য স্পেশাল ট্যালেন্ট ক্যাটাগরিতে এনআরবি অ্যাওয়ার্ড প্রদান করেন।

৩. ফাতিহা আয়াতের তৈরী স্পেস রোভার পারসিভিয়ারেন্স’র এবং হেলিকপ্টার ইনজেনুইটি’র প্রোটোটাইপ প্রদর্শিত হচ্ছে নাসা’র জেট প্রোপালশন ল্যাবরেটরীতে।

৪. ফাতিহা ম্যাথ লিগ, পেরিনিয়াল ম্যাথ, ন্যাশনাল ম্যাথমেটিকস পেন্টাথলন অ্যাকাডেমিক টুর্ণামেন্টে একাধিকবার বিজয়ী হন।

৫.ফাতিহা অ্যাডভেনা ওয়ার্ল্ড আর্ট কম্পিটিশনে ওশেন আন্ডার থ্রেড ক্যাটাগরীতে অ্যাম্যাযিং আর্টিস্ট অ্যাওয়ার্ড পান এবং তার আঁকা ছবি প্রদর্শিত হচ্ছে কালারস অব হিউম্যান আর্ট গ্যালারীতে।

৬. ফাতিহা আয়াত জুনিয়র ফরেস্ট রেঞ্জার অ্যাওয়ার্ড লাভ করেন আলাস্কা, আটলান্টা ও সাউথ ডাকোটা থেকে।

৭. ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালের শিশু সম্মেলনে, নজরুল সম্মেলনে, বাংলাদেশ সোসাইটি সম্মেলনে এবং আইটিভি ইউসএ’র আয়োজনে ফাতিহা আয়াত কোরআন তেলাওয়াত, বাংলা কবিতা আবৃত্তি, রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী হন।

 

মনোনয়ন ও নিযুক্তিঃ

ফাতিহা আয়াত বহুবিধ সংগঠনের জন্য নানাবিধ দ্বায়িত্ব পালন করছেন -

• ওয়ার্ল্ড ক্লিন আপ ডে - ইয়ুথ অ্যাম্বাসেডর

• বেবি টিউব - স্ট্র্যাটেজিক পার্টনার

• বিডি ক্লিন – গুডুইল অ্যাাম্বাস্যাডর

• ইকো নেটওয়ার্ক - ব্র্যান্ড অ্যাডভোকেট

• বাংলাদেশ স্পেস রিসার্চ সোসাইটি - আন্তর্জাতিক অবজার্ভার

• ইভেন্ট্রা মডেল ইউনাইটেড ন্যাশনস জেনারেল অ্যাসাম্বলি ২০২১ - গ্লোবাল ডেলিগেট

 

সাক্ষাৎকার ও বিবৃতিঃ

যা সকল প্রতিষ্ঠান ও গণমাধ্যম ফাতিহা আয়াতের সাক্ষাৎকার নিয়েছে -

• ভয়েস অব আমেরিকা

• আরটিভি

• আরটিভিআই

• গ্লোবাল সিটজেন

• টিবিএন২৪

• এনটিভি ইউরোপ

• চ্যানেল এস

• ওয়ার্ল্ড ক্লিন আপ ডে

 

ফাতিহা আয়াত নিজে যে সকল বিখ্যাত মানুষের সাক্ষাৎকার নিয়েছেন -

• আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার বিজয়ী সাদাত রহমান

• গ্লোবাল কিডস অ্যাচিভার অ্যাওয়ার্ড বিজয়ী আকাশ ভুকোতি

• সায়েন্স নিউজের টপ সায়েন্টিস্ট তানিমা তাসনিম অনন্যা

• ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি

• কুইন্স ইয়াং লিডারস বিজয়ী আয়মান সাদিক

• বাংলা একাডেমী পুরষ্কার বিজয়ী আনিসুল হক

• কুইন্স বরো প্রেসিডেন্ট শ্যারন লি

• টাইম ম্যাগাজিন কিড সায়েন্টিস্ট অব দ্য ইয়ার ২০২০ বিজয়ী গীতাঞ্জলী রাও

এছাড়াও ফাতিহা আয়াতের উপস্থাপনা ও সঞ্চালনায় আইটিভি ইউএসএ‍‍`তে "রামাদান উইথ ফাতিহা" এবং একুশে টেলিভিশনে "ইবাদাত" নামে মাসব্যাপী অনুষ্ঠান প্রচারিত হয়।

Link copied!

সর্বশেষ :