বাংলাদেশ রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

ব্যতিক্রমী বিয়ের উদ্যোগ: দুটি শর্ত মানলেই থাকছে বিনা খরচে বিয়ে এবং ফ্রি হানিমুন টিকিট

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ১২:২২ এএম

ব্যতিক্রমী বিয়ের উদ্যোগ: দুটি শর্ত মানলেই থাকছে বিনা খরচে বিয়ে এবং ফ্রি হানিমুন টিকিট

তরুনদের বিয়ের আয়োজনে শামসুল হক ফাউন্ডেশনের ব্যাতিক্রমী উদ্যোগ। ছবি: সংগৃহীত

২০২৪ সালের ডিসেম্বর মাসে ঢাকার চারপাশ যেন পরিণত হয়েছিল বিয়ের শহরে। এই ধারা এখনো বজায় রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ভরে উঠেছে বিয়ের ছবি আর ভিডিওতে, যেন এক বিশাল ওয়েডিং কার্নিভাল চলছে। তবে অনেকেই আছেন যারা বিয়ে করতে ইচ্ছুক, কিন্তু খরচের চাপে পিছিয়ে আছেন। তাদের জন্য আশার আলো নিয়ে এসেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। এই অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিনা খরচে বিয়ের আয়োজন করার ঘোষণা দিয়েছে। বিয়ের সঙ্গে কক্সবাজারে ফ্রি হানিমুনের ব্যবস্থাও থাকছে।

ফাউন্ডেশনের সুবিধাগুলো

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সুবিধাগুলো দেওয়া হবে, তা হলো:

১. বিয়ের রেজিস্ট্রেশন ফি: বর-কনে বা তাদের পরিবারকে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।

২. বর-কনের পোশাক: বিয়ের জন্য প্রয়োজনীয় পোশাক সরবরাহ করবে ফাউন্ডেশন।

৩. কনের সাজসজ্জা: কনের জন্য প্রসাধনী ও গহনার ব্যবস্থা থাকবে।

৪. অতিথি আপ্যায়ন: প্রতিটি বিয়েতে ১০০ জন অতিথির জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হবে।

৫. কমিউনিটি সেন্টার: অনুষ্ঠান আয়োজনের জন্য কমিউনিটি সেন্টারের ভাড়া বহন করবে ফাউন্ডেশন।

৬. হানিমুন প্যাকেজ: বিবাহ পরবর্তী আকর্ষণ হিসেবে থাকবে কক্সবাজারে ফ্রি হানিমুনের সুযোগ।

৭. ফ্রি কাউন্সেলিং: বিয়ের পর নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করার জন্য কাউন্সেলিং সেবা প্রদান করা হবে।

বিয়ের শর্তসমূহ

এই ব্যতিক্রমী সুবিধাগুলো পেতে ফাউন্ডেশন দুটি শর্ত দিয়েছে:

১. যৌতুকবিহীন বিয়ে: কনেপক্ষের কাছ থেকে কোনো ধরনের যৌতুক দাবি করা যাবে না।

২. দেনমোহর পরিশোধ: বিয়ের আগেই বরকে দেনমোহরের পুরো টাকা পরিশোধ করতে হবে।

তারিখ ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া

  • বিয়ের আয়োজন অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি, ২০২৫ (শনিবার)।
  • অংশগ্রহণের জন্য ১০ জানুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

আগ্রহী বর-কনেকে রেজিস্ট্রেশন করতে হবে এই ঠিকানায়। প্রয়োজনে যোগাযোগ করা যাবে 01841040549 নম্বরেও।

আয়োজনের উদ্দেশ্য

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নাছির উদ্দিন জানিয়েছেন, এই উদ্যোগ যৌতুকবিরোধী সচেতনতা বাড়ানোর জন্য এবং নারীর ন্যায্য অধিকার (দেনমোহর) নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। নারীদের প্রাপ্য হক আদায়ে বিয়ের দিনই দেনমোহর শতভাগ পরিশোধ করার বিষয়টিকে উৎসাহিত করছে ফাউন্ডেশন।

সমাজে ইতিবাচক প্রভাব

এই উদ্যোগ শুধু বিনা খরচে বিয়ের সুবিধা দিচ্ছে না, বরং যৌতুকের মতো সামাজিক ব্যাধি দূর করতে সাহায্য করবে। যারা ডিসেম্বরে বিয়ের সুযোগ মিস করেছেন, তাদের জন্য এখনই সুযোগ শীতে মালাবদল করার। আপনার জীবনের বিশেষ দিনটি সাজাতে এবং একটি সামাজিক পরিবর্তনে অংশ নিতে, দ্রুত রেজিস্ট্রেশন করুন!


 

Link copied!

সর্বশেষ :