বিশ্বের অন্যতম সফল প্রযুক্তি উদ্যোক্তা ও ব্যবসায়ী বিল গেটস জানিয়েছেন, মেলিন্ডা গেটসের সঙ্গে বিচ্ছেদ তাঁর জীবনের বড় ভুল। অকপটে বলেছেন, তাঁর জীবনে অনেক ব্যর্থতা আছে, তবে সবার ওপরে থাকবে মেলিন্ডার সঙ্গে ২৭ বছরের দাম্পত্যজীবনের সমাপ্তি। আর এ জন্য তিনি অনুতপ্ত। এ-ও বলেছেন, আবার যদি গোড়া থেকে শুরু করার সুযোগ হয়, তিনি মেলিন্ডাকেই বিয়ে করবেন। এদিকে তিন বছর ধরে বিল গেটস ও তাঁর প্রেমিকা পলা হার্ড একসঙ্গেই আছেন। আর তিনি জীবনের সবচেয়ে ভালো সময় পার করছেন বলেও জানিয়েছেন। সম্প্রতি নতুন বইয়ের প্রকাশনা উপলক্ষে ‘দ্য টাইমস অব লন্ডন’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব জানান ৬৯ বছর বয়সী বিল গেটস।
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও মাল্টি বিলিয়নিয়ার বিল গেটসের স্মৃতিকথা ‘সোর্স কোড: মাই বিগিনিংস’ প্রকাশিত হতে চলেছে ওয়াল স্ট্রিট জার্নাল থেকে। এই বইয়ের পাতায় পাতায় জীবনের অজানা সব অধ্যায়ে আলো ফেলছেন তিনি। চট করে জেনে নেওয়া যাক তাঁর ‘ভালোবাসার দ্বিতীয় অধ্যায়’ পলা হার্ড সম্পর্কে।
১. ২০২১ সালের আগস্টে মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয় বিল গেটসের। ২০২২ সালের সেপ্টেম্বরে পলা ও বিলকে প্রথমবারের মতো দেখা যায় জনসমক্ষে। ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টের আসরে দর্শকসারিতে দেখা দেন এই জুটি। মূলত এর পর থেকেই বিল গেটস পলার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন।
২. সম্প্রতি ‘দ্য টাইমস অব লন্ডন’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস জানান, ৬৯ বছরে দাঁড়িয়ে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি উৎফুল্ল বোধ করছেন।
৩. ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্সে দশম ‘ব্রেকথ্রু প্রাইজ’ বিতরণী অনুষ্ঠানে এই জুটি প্রথমবার লালগালিচায় ধরা দেন।
৪. সম্পর্ক জনসমক্ষে আসার আগে ২০২৪ সালে ‘বিবিসি’র এক সাক্ষাৎকারে বিল গেটসের কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘আপনি কি আবার প্রেমে পড়তে চান?’ উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই, নিশ্চিতভাবেই। আমি তো রোবট নই।’
৫. সফটওয়্যার কোম্পানি ওরাকলের সিইও মার্ক হার্ড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান ২০১৯ সালের অক্টোবরে। মৃত্যুর আগপর্যন্ত ৩০ বছর তাঁর দাম্পত্যসঙ্গী ছিলেন পলা। ক্যাথরিন ও কেলি নামে এই দম্পতির দুই কন্যা আছে।
৬. পলা হার্ড যুক্তরাষ্ট্রের অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে ১৯৮৪ সালে ব্যবসা প্রশাসনে স্নাতক করেন।
৭.পলা ২০২১ সালে তাঁর জীবনসঙ্গী মার্ক হার্ডের আলমা ম্যাটার, যুক্তরাষ্ট্রের টেক্সাসের বেইলর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গবেষণামূলক কাজে ৭ মিলিয়ন ডলার বা প্রায় ৮৫ কোটি টাকা দান করেছেন। এই বিশ্ববিদ্যালয়ে এই দম্পতির নামে একটি গবেষণাগার আছে। পলা টেনিসের উন্নয়নে দান করেছেন কোটি কোটি টাকা। বিল গেটস ও পলা দুজনেরই দানশীল হিসেবে নামডাক আছে বিশ্বব্যাপী।আরও পড়ুন
আপনার মতামত লিখুন :