বাংলাদেশ বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

নড়াইলে গণপিটুনিতে নিহত তিন গরু চোর

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ১১:১৭ এএম

নড়াইলে গণপিটুনিতে নিহত তিন গরু চোর

গরু চোর পিটিয়ে হত্যা। ছবি: প্রতীকী

নড়াইলের সদর উপজেলার তুলারামপুর এলাকায় গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে ঘটেছে এ ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় চারজন চোর একটি বাড়িতে প্রবেশ করলে স্থানীয়দের গণপিটুনিতে তিনজন নিহত হয় এবং একজন পালিয়ে যায়।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বগুড়া জেলার শিবগঞ্জের বাসিন্দা দুলাল ও নুরনবী। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনো অজ্ঞাত।

মঙ্গলবার রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামের হান্নান মোল্লার বাড়িতে চারজন চোর প্রবেশ করলে বাড়ির কুকুর ডেকে ওঠে। কুকুরের শব্দে হান্নান মোল্লা টের পেয়ে চিৎকার শুরু করেন। এরপর তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং চোরদের পালিয়ে যেতে বাধা দেয়। চোরেরা পালানোর চেষ্টা করলেও স্থানীয়রা তাদের ধাওয়া করে এবং গণপিটুনি দেয়। এতে তিনজন নিহত হয় এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তুলারামপুর এলাকা থেকে একাধিক গরু চুরির ঘটনা ঘটছে। চোরদের নিয়ে এলাকাবাসীর মাঝে উদ্বেগ ও ক্ষোভ ছিল যা এই ঘটনার প্রেক্ষিতে গণপিটুনির রূপ নেয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Link copied!

সর্বশেষ :