ভারতের প্রতি বিনয়ী পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন সমতা ও ন্যায়বিচারের ভিত্তিতে গড়ে উঠবে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার কুমিল্লায় `টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন: আর্থিক অন্তর্ভুক্তি ও পল্লী রূপান্তর` শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘জুলাইয়ের অভ্যুত্থানের পর, অন্তর্বর্তী সরকার ভারতের প্রতি বিনয়ী পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন সমতা ও ন্যায়বিচারের ভিত্তিতে গড়ে উঠবে,’ বলেন আসিফ মাহমুদ।
ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান এবং বলেন, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে।
উপদেষ্টা আরও বলেন, আর্থিক অন্তর্ভুক্তি ও পল্লী উন্নয়নের মাধ্যমেই জাতীয় উন্নয়ন অর্জন সম্ভব। এলজিআরডি মন্ত্রণালয়, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (ব্রিডা) এবং আফ্রো-এশীয় পল্লী উন্নয়ন সংস্থা (আফ্রার্ড) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। তিনি এ ধরনের কর্মসূচির প্রশংসা করে আরও আয়োজনের জন্য উৎসাহ প্রদান করেন। অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান পল্লী উন্নয়নে কাজে লাগাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিডার মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ।
আপনার মতামত লিখুন :