মন্ত্রিপরিষদ বিভাগের অধীন তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘরের প্রশাসনিক কর্মকর্তা (১১তম গ্রেড) পদের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘরে ১১তম গ্রেডের প্রশাসনিক কর্মকর্তা পদের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা ২৩ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত তিন ঘণ্টার পরীক্ষা তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষাকেন্দ্রগুলো হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় (৭১ মিলনায়তন), আগারগাঁও, শেরেবাংলা নগর; বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় (হল রুম-২), আগারগাঁও, শেরেবাংলা নগর ও শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা। তিন কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০০০।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্রসহ পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের অনুকূলে নতুন করে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ/ভ্যানিটি ব্যাগ, গয়না-অলংকার, ব্যাংক কার্ড/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড এবং এর সদৃশ্য কোনো কিছু, হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিকস ঘড়ি, মুঠোফোন, ঘড়ি সদৃশ্য মুঠোফোন, ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিকস ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে। পরীক্ষা চলাকালে পরীক্ষাকক্ষে কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধসামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবেন না।
প্রশাসনিক কর্মকর্তা (ক্লাস 11) পদের প্রার্থীদের বাংলায় 75 নম্বর, ইংরেজিতে 75 নম্বর, সাধারণ জ্ঞানে 25 নম্বর এবং গণিতে 25 নম্বর সহ 200 নম্বরের তিন ঘণ্টার লিখিত পরীক্ষায় উপস্থিত হতে হবে।
পরীক্ষার্থীদের একই সঙ্গে চারটি বিষয়ের জন্য চারটি উত্তরপত্র দেওয়া হবে। উল্লিখিত বিষয়ের উত্তর প্রদানের জন্য ভিন্ন ভিন্ন উত্তরপত্র ব্যবহার করতে হবে। একই উত্তরপত্রে একাধিক বিষয়ের উত্তর প্রদান করলে উত্তরপত্র বাতিল হবে।
লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি এই লিংকে দেখা যাবে।
আপনার মতামত লিখুন :