বাংলাদেশ শনিবার, ০২ নভেম্বর, ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল কবে, জানাল পিএসসি

চাকরি ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৪, ০৭:১৮ পিএম

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল কবে, জানাল পিএসসি

বিসিএসের লিখিত পরীক্ষা। ছবি : সংগৃহীত

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (৪ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে পিএসসি।

পিএসসি জানায়, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ পর্যায়ে। আশা করছি, এপ্রিলের প্রথম সপ্তাহে ফল দিতে পারব।

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর তা প্রথম পরীক্ষকদের দেখার জন্য দেওয়া হয়েছিল। তাদের এই খাতা দেখতে সময়ও বেঁধে দেওয়া হয়েছিল।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।


 

Link copied!

সর্বশেষ :