বাংলাদেশ রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

তিন বছরের শূন্য পদের তথ্য চেয়েছে NTRCA, তথ্য পেলেই আসবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৯:৫৬ এএম

তিন বছরের শূন্য পদের তথ্য চেয়েছে NTRCA, তথ্য পেলেই আসবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি

শূন্য পদের তথ্য পেলেই আসবে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গনবিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে NTRCA সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদ ও আগামী তিন বছরের মধ্যে শূন্য হতে পারে এমন পদগুলোর তথ্য অনলাইনে প্রেরণ করতে বলেছে।

শূন্য পদের তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাই

NTRCA জানিয়েছে, প্রাপ্ত শূন্য পদের তালিকা যাচাই-বাছাই করে নির্ধারিত সংখ্যক শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। NTRCA সচিব এ এম এম রিজওয়ানুল হক জানান, শূন্য পদের চাহিদা পাওয়ার পরই কেবল পদসংখ্যা নির্ধারণ ও বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।

তথ্য প্রেরণের সময়সীমা ও প্রক্রিয়া

NTRCA এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের শূন্য পদের তথ্য অনলাইনে প্রেরণ করতে হবে। এর পাশাপাশি আগামী তিন বছরের (৩১ ডিসেম্বর ২০২৫, ৩১ ডিসেম্বর ২০২৬ ও ৩১ ডিসেম্বর ২০২৭) সম্ভাব্য শূন্য পদের তালিকাও জমা দিতে হবে। এ চাহিদা প্রেরণের পর পরবর্তী তিন দিনের মধ্যে ফি জমা দিতে হবে।

ই-রিকুইজিশন প্রক্রিয়া

ই-রিকুইজিশন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য NTRCA তে নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে NTRCA এর ওয়েবসাইটে গিয়ে ই-রিকুইজিশন প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে। শুধুমাত্র অনলাইনে চাহিদা প্রদান করা যাবে। অফলাইন বা ই-মেইলের মাধ্যমে চাহিদা গ্রহণযোগ্য হবে না।

ভবিষ্যৎ পদ পরিকল্পনা

এই উদ্যোগের মাধ্যমে NTRCA পরবর্তী তিন বছরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শূন্য পদ পূরণের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গড়ে তোলার চেষ্টা করছে। NTRCA সচিব রিজওয়ানুল হক বলেন, "শূন্য পদের তালিকা পাওয়ার পরই আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব। বিজ্ঞপ্তি প্রকাশের সময় এখনো নির্ধারণ করা হয়নি।"

এই নিয়োগ প্রক্রিয়া সফল হলে দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট দূর হবে এবং শিক্ষার মানোন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

 

Link copied!

সর্বশেষ :