নাভালনির প্রথম মৃত্যুবার্ষিকীর আগে স্ত্রী ইউলিয়া নাভালনায়ার হুঁশিয়ারি— পুতিনের সঙ্গে আলোচনায় কোনো লাভ নেই, তিনি মিথ্যা বলবেন ও বিশ্বাসঘাতকতা করবেন।
তিনি মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-তে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,
"রাশিয়ার আক্রমণের মুখে মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা খুবই কম।"
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার কোনো অর্থ নেই, বলেছেন প্রয়াত রুশ বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি সতর্ক করে বলেন,
"পুতিন সবসময় মিথ্যা বলেন, চুক্তি ভঙ্গ করেন এবং নিজের নিয়ম নিজেই বদলে নেন। তার সঙ্গে আলোচনার চেষ্টা নিরর্থক।"
আগামীকাল নাভালনির প্রথম মৃত্যুবার্ষিকী। এর আগে, বেলারুশের বিরোধী নেত্রী সভেতলানা টিখানোভস্কায়ার সঙ্গে একটি আলোচনায় নাভালনায়া বলেন,
"যদি পুতিন ক্ষমতায় থাকেন, তবে তিনি চুক্তি ভঙ্গ করবেন। আর যদি ক্ষমতা হারান, তবে চুক্তিটি অর্থহীন হয়ে যাবে।"
নিরাপত্তা নিশ্চয়তা চান জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্মেলনে বলেন, ইউক্রেন যুদ্ধের যেকোনো সমাধানের আগে তিনি হোয়াইট হাউসের সঙ্গে আরও আলোচনা চান।
এমন সময় তার এই মন্তব্য এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিন ও জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা শুরুর পরিকল্পনা করছেন।
আপনার মতামত লিখুন :