ভারত ছাড়ার হুমকি দিল মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি মেটার মালিকানাধীন জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি দিল্লি হাইকোর্টকে বলেছে, এনক্রিপশন ভাঙতে বাধ্য করা হলে তারা ভারত ছেড়ে যাবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আদালতে হোয়াটসঅ্যাপের আইনজীবী বলেছেন, সাধারণ মানুষ গোপনীয়তার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাদের সমস্ত বার্তা এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা হয়।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ভারতের ২০২১ সালের তথ্য প্রযুক্তি আইনকে চ্যালেঞ্জ করা হয়েছে। ওই আইনে বলা হয়েছে, কে কোন তথ্য দিচ্ছে তা চিহ্নিত করতে হবে। এব্যাপারে শুনানির দিন ধার্য হয় আগামী ১৪ আগস্ট। তার আগেই হোয়াটসঅ্যাপ দিল্লি হাইকোর্টকে তাদের অবস্থান জানিয়ে রাখল।
মোদি সরকার ২৫ ফেব্রুয়ারি, ২০২১-এ তথ্য প্রযুক্তি আইন, ২০২১-এর নির্দেশিকা ঘোষণা করেছে ৷ সেখানে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এই নিয়ম মেনে চলা উচিত৷
ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মতে, হোয়াটসঅ্যাপ ভারতে তার ব্যবহারকারীদের মৌলিক অধিকার লঙ্ঘন করে।
মন্ত্রণালয়টির দাবি, যদি তথ্যপ্রযুক্তি আইন ২০২১ বাস্তবায়িত না হয়, তাহলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য ভুয়া তথ্যের উৎস খোঁজার কাজ কঠিন হয়ে পড়বে। বিষয়টি সমাজে শান্তি সম্প্রীতি বিঘ্নিত করবে। যা সমাজকে বিশৃঙ্খলতার দিকে নিয়ে যাবে।
পরে দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ জিজ্ঞাসা করেন, এব্যাপারটি অন্য কোনও দেশে আছে কিনা। সেই সময় হোয়াটসঅ্যাপের তরফে উপস্থিত আইনজীবী বলেন, বিশ্বের কোনও দেশে এই ধরনের কোনও নিয়ম নেই।
আপনার মতামত লিখুন :