বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

ভাইকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা নিয়ে যা বললেন নওয়াজ শরিফ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৮:২৪ পিএম

ভাইকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা নিয়ে যা বললেন নওয়াজ শরিফ

ফাইল ছবি

পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) কয়েকটি দলের সাথে জোট সরকার গঠনের ঘোষণার পর অবশেষে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দল থেকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে সাবেক প্রধানন্ত্রী শাহবাজ শরিফকে।

যদিও শুরুতে পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছিল। শাহবাজ শরিফকে মনোনীত করার বিষয়ে দলটির ডেপুটি সেক্রেটারি জেনারেল আতাউল্লাহ তারার বলেন, ‘প্রধানমন্ত্রী পদের জন্য ছোট ভাই শাহবাজকে নিজেই মনোনীত করেছেন দলের সুপ্রিমো নওয়াজ শরিফ।’

পিএমএল-এনের সংসদীয় দলের সঙ্গে বৈঠকের পর এ নিয়ে গতকাল বুধবার ব্যাখ্যা দিয়েছেন নওয়াজ শরিফ। ইসলামাবাদে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, শাহবাজই এখন এই পদের জন্য সেরা পছন্দ। দেশকে খেলাপির হাত থেকে বাঁচাতে শাহবাজের সাহসিকতা ও নিষ্ঠা প্রশংসার যোগ্য।
আসন্ন সরকারকে সতর্ক করে নওয়াজ শরিফ আরও বলেন, পাকিস্তানের সামনে আগামী দেড় থেকে দুই বছরে বড় ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। সম্ভাব্য প্রতিকূলতার মুখে দলের সদস্যদের অবিচল ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পিএমএল-এনের এই সর্বোচ্চ নেতা।

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

Link copied!

সর্বশেষ :