বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

হিথরো বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ

বিবিসি, লন্ডন

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪, ১২:০৯ এএম

হিথরো বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ

লন্ডনের হিথরো বিমানবন্দর। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের লন্ডনে হিথরো বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। শনিবার স্থানীয় সময় সকালের দিকের এ ঘটনায় উড়োজাহাজ দুটির পাখা ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাছে একটি রানওয়েতে ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিকের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।  

হিথরো বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি। তবে এ ঘটনায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা বিঘ্ন ঘটতে পারে। জরুরি সেবা বিভাগসহ অন্য অংশীজনেরা এ নিয়ে কাজ করছে।

 

 প্রথম সংবাদ খবর পেতে গুগল নিউজে ফলো করুন

Link copied!

সর্বশেষ :