বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪, ১১:০৬ এএম

মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১০

মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের।মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশটির নৌবাহিনীর মহড়া চলাকালীন হেলিকপ্টার দুটি মাঝ আকাশে বিধ্বস্ত হয়।

 এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল মালয়েশিয়া নৌবাহিনী। নৌবাহিনী জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকের লুমুত নৌঘাঁটিতে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টার দুটিতে ১০ জন ক্রু সদস্য ছিলেন।

 বিবৃতিতে আরও বলা হয়েছে, 

ঘটনাস্থলেই ক্রু সদস্যদের মৃত্যু নিশ্চিত করা হয়। শনাক্তের জন্য মরদেহগুলো লুমুত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।রাজ্যের ফায়ার ও রেসকিউ বিভাগ জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ঘটনা সম্পর্কে জানতে পারেন।

 

 


 

Link copied!

সর্বশেষ :