বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

ট্রাম্প ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রে আয়রন ডোম তৈরি করবেন

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৪, ০৯:১৭ এএম

ট্রাম্প ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রে আয়রন ডোম তৈরি করবেন

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রে ‘আর্ট অফ দ্য আর্ট মিসাইল ডিফেন্স শিল্ড’ বা আয়রন ডোম তৈরি করবেন ডোনাল্ড ট্রাম্প। আর তা হবে ইসরাইলের চেয়েও আরও বেশি উন্নত।বুধবার (১ মে) মিশিগান অঙ্গরাজ্যে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। খবর আল জাজিরার।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 
আমাদের সেখানে অনেক শত্রু আছে। অনেক খারাপ অভিনেতাও আছে। আমরা সর্বশ্রেষ্ঠ ডোম তৈরি করতে যাচ্ছি। আমরা আমেরিকাতে এটি তৈরি করতে যাচ্ছি।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, 
প্রেসিডেন্ট বাইডেনের অযোগ্যতা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করতে সক্ষম আমিই একমাত্র ব্যক্তি।

ট্রাম্প বলেন, 
আমি বিশ্বে শান্তি ফিরিয়ে আনবো।
 

এর আগে মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, নভেম্বরের নির্বাচনে তিনি জয়ী হলে জো বাইডেন ও তার পরিবারের সদস্যদের বিচারের মুখোমুখি করাবেন।

তিনি বলেন, 
মার্কিন সুপ্রিম কোর্ট বাইডেনকে ছাড় না দিলে, বেশ কয়েকটি ফৌজদারি মামলার মুখোমুখি হবেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে ২০২০ সালের মতো ফের মুখোমুখি হতে যাচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প।

Link copied!

সর্বশেষ :