বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

দুনিয়া হাসবে পাকিস্তানের উপর! এক্স নিষিদ্ধ হতে কী জানালেন এলন মাস্ক?

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ১১:৩০ পিএম

দুনিয়া হাসবে পাকিস্তানের উপর! এক্স নিষিদ্ধ হতে কী জানালেন এলন মাস্ক?

পাকিস্তানে নিষিদ্ধ হল এক্স। ফেব্রুয়ারিতে স্থগিত করা হয়েছিল এক্স প্ল্যাটফর্ম। দু’মাস কেটে গেলেও চালু হয়নি। এদিন পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের তরফ আনুষ্ঠানিক ঘোষণা করা হল। নিরাপত্তা উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শুনানি চলাকালীন সিন্ধ হাই কোর্টের বিচারপতি বলেন, ‘দুনিয়া আমাদের উপর হাসবে।’ এলন মাস্কের এক্স প্ল্যাটফর্ম নিয়ে আর কী জানাল পাকিস্তান?

Pakistan X Banপাকিস্তানে নিষিদ্ধ এক্স

 

এক্স বন্ধ করা হয়েছে সেই তথ্য আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিল পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রক। ফেব্রুয়ারিতে স্থগিত করা হয়েছিল এলন মাস্কের প্ল্যাটফর্ম। আশা করা হচ্ছিল, শীঘ্রই চালু হবে পরিষেবা। কিন্তু, সেই অপেক্ষায় জল ঢেলে দিল খোদ পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রক। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই এক্স ব্যবহার করতে অসুবিধায় পড়ছিলেন পাকিস্তানি ইউজাররা। যা নিয়ে তারা রিপোর্টও করেছে।কিন্তু, এতদিন সে বিষয়ে কিছুই জানায়নি পাকিস্তানি সরকার। সম্প্রতি কোর্ট ফাইলিংয়ের সময় এই বিভ্রাট শিকার করেছে পাকিস্তান সরকার।

এদিন অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, সংশ্লিষ্ট আইনের সঙ্গে খাপ খেতে ব্যর্থ হয়েছে এক্স। পাশাপাশি এই প্ল্যাটফর্মের অপব্যবহার হতে পারে সমাজে। যে কারণে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই দেশের সংবাদ সংস্থা দ্য ডনের রিপোর্ট অনুযায়ী, এক্স প্ল্যাটফর্ম পাকিস্তানে নথিভুক্ত নয় এবং স্থানীয় আইন মেনে চলবে তেমন কোনও চুক্তিও করা হয়নি।

পাকিস্তানে কবে অচল হয় এক্স?

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জেল যাওয়ার পর এক্স বিভ্রাট শুরু হয়। 17 ফেব্রুয়ারি থেকে কোনও ভাবেই এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারছিলেন না সাধারণ ইউজাররা। সেই বিভ্রাট এদিন শিকার করে আনুষ্ঠানিক ভাবে এক্স নিষিদ্ধ করার ঘোষণা করেছে পাকিস্তান সরকার। যদিও এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে সিন্ধ হাই কোর্ট।

সিন্ধ বিচারপতি কী বললেন?

পুনরায় এক্স চালু করার জন্য পাকিস্তান সরকারকে এক সপ্তাহ সময় দিয়েছে সিন্ধ হাই কোর্ট। একাধিক শুনানি শোনার সময় চিফ জাস্টিস আকিল আহমেদ আব্বাসি পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রককে ইঙ্গিত করে বলেন, “এক্স বন্ধ করে আপনার কী হাসিল করতে চান? দুনিয়া আমাদের উপর হাসবে।”

ফেব্রুয়ারিতে এক্স কাজ না করায় তার নেতিবাচক দিক তুলে ধরে সরকার। এর ফলে সমাজের ছেলে-মেয়েরা খারাপ দিকে যাবে বলে জানিয়েছিল পাকিস্তান সরকার। তার উপর নিরাপত্তা সংক্রান্ত কারণও রয়েছে, তাই দেশজুড়ে শাটডাউন করা হয়েছে এক্স।

যদিও পাকিস্তানের এই সিদ্ধান্তের এখনও কোনও প্রতিক্রিয়া দেননি এলন মাস্ক। 2022 সালে টুইটার কিনে নেন তিনি। তারপর তার নাম বদলে করে রাখেন এক্স। একাধিক বদল আনেন প্ল্যাটফর্মে। চলতি মাসে ভারতে আসতে চলেছেন এক্স সিইও ও টেসলা প্রধান এলন মাস্ক।

Link copied!

সর্বশেষ :