বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

দ্বিতীয় বার যুদ্ধের ভার বহন করতে নারাজ জাতিসংঘ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৪, ১১:২৪ পিএম

দ্বিতীয় বার যুদ্ধের ভার বহন করতে নারাজ জাতিসংঘ

ইসরায়েল ইরানে হামলা

ইসরায়েলে ইরানের হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘর্ষের দিকে পরিচালিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইরানের এই হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আরেকটি যুদ্ধের ভার বিশ্ব বহন করতে পারবে না।’

শনিবার রাতে এক বিবৃতিতে এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গুতেরেস। একই সঙ্গে যুদ্ধরত সকল পক্ষকে সর্বোচ্চ সংযম অবলম্বন করার আহ্বান জানিয়েছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, অঞ্চলব্যাপী (মধ্যপ্রাচ্য) বিধ্বংসী উত্তেজনার প্রকৃত বিপদ সম্পর্কে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। তারা এমন কোনো পদক্ষেপ যেন না নেয়, যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে বড় ধরনের সামরিক সংঘাতের কারণ হতে পারে।
তিনি বলেছেন: আমি প্রায়শই জোর দিয়েছি যে এই অঞ্চল বা বিশ্ব কেউই আবার যুদ্ধের ভার বহন করবে না।

Link copied!

সর্বশেষ :