বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

ইরান সমর্থিতদের ওপর হামলা চালাতে গিয়ে কয়েকটি আরব দেশের বাধার মুখে যুক্তরাষ্ট্র!

দৈনিক প্রথম সংবাদ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৩:১৭ এএম

ইরান সমর্থিতদের ওপর হামলা চালাতে গিয়ে কয়েকটি আরব দেশের বাধার মুখে যুক্তরাষ্ট্র!

ওয়াশিংটন ভিত্তিক রাজনীতি বিষয়ক সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশ ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলা চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক সুবিধা ও আকাশসীমা ব্যবহার করার ব্যাপারে বিধি-নিষেধ আরোপ করেছে।

চারটি বিশেষ সূত্রের বরাতে এই দাবি করেছে পলিটিকো।

সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের হাজারো সেনা মোতায়েন করা আছে। ইসরায়েল-হামাস সংঘাতের সময়ও এই আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের পক্ষেই ছিল।
তবে চিত্র পাল্টে যায় এই যুদ্ধে ইরানের প্রক্সিরা যুদ্ধে জড়িয়ে গেলে। এবার আরব দেশগুলো নিজেদের গুটিয়ে নিতে থাকে। ইরানের ক্ষেত্রে তারা বেশ হিসেব করে আগাতে চায়। আমিরতারসহ সব আরব দেশই ইরানকে না চটিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব বজায় রাখতে চাইছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা, কংগ্রেশনাল সহায়তার একটি সূত্র এবং দুই পশ্চিমা সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে পলিটিকোর সাথে এ বিষয়ে কথা বলেছেন।

গাজায় মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় এবং ইরানের সাথে সম্মুখ সংঘাতের শঙ্কায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক কার্যক্রম সীমিত করছে ওই আরব দেশগুলো। তারা ইরাক, সিরিয়া ও লোহিত সাগর এলাকায় যুক্তরাষ্ট্রের পাল্টা আক্রমণের ক্ষেত্রেও লাগাম টেনে দিচ্ছে। তারা নিজেদের ঘাঁটি ও আকাশসীমায় প্রবেশাধিকারও মার্কিনিদের জন্য সীমিত করে দিয়েছে।

তবে কতোটি দেশ এমন সিদ্ধান্ত নিয়েছে তা নির্দিষ্ট করে জানাতে পারেনি পলিটিকো।

Link copied!

সর্বশেষ :