বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

মোবাইল না দেয়ায় আত্মহত্যা করল এক শিশু

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪, ১০:২৪ এএম

মোবাইল না দেয়ায় আত্মহত্যা করল এক শিশু

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরের রায়উইন্ডে।

একটি 12 বছর বয়সী শিশু আত্মহত্যা করেছে কারণ তার মা তাকে একটি সেল ফোন দিতে অস্বীকার করেছিল। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরের রায়উইন্ডে।

 স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। লাহোর পুলিশ জানিয়েছে যে 12 বছর বয়সী ছেলে আয়ান তার মাকে ফোন করতে বলেছিল। তবে মা ফোন রিসিভ না করে পাশের বাড়িতে চলে যান। পরে ফিরে এসে ছাদে ছেলেকে শ্বাসরোধ করে মরতে দেখেন।

এর আগে লাহোর পুলিশ প্রকাশ করেছিল যে বুশরা সোহেল নামে এক ডাক্তারও তার মায়ের সাথে তর্কের কারণে লাহোরে 27 মার্চ আত্মহত্যা করেছিলেন। ডাক্তারের বোনের মতে, মায়ের সঙ্গে ঝগড়ার জেরে তার ছোট বোন সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

Link copied!

সর্বশেষ :