বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪, ০৯:৫২ পিএম

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ছবি : সংগৃহীত

আরেকটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। এবার মিয়াজাকি অঞ্চলের দক্ষিণ-পশ্চিমে রিখটার স্কেলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউএসজিএস অনুসারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৫০৩.২ কিলোমিটার (৩১২.৭ মাইল) গভীরতায়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থার মতে, ভূমিকম্পটি সকাল ১০টা ২৫ মিনিটে ঘটে। স্থানীয় সময় সোমবার, ৮ এপ্রিল। এটি ছিল ৪০ কিমি (২৪ মাইল) গভীর। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোরে জাপানের হোনশু দ্বীপের পূর্ব উপকূলে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে, নববর্ষের প্রথম দিনে (১ জানুয়ারি) জাপানের উত্তর-পূর্ব ইশিকাওয়া প্রিফেকচারের নোটো উপদ্বীপের সুজু অঞ্চলে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের ফলে সমুদ্রে সুনামি ও বড় বড় ঢেউ উঠেছিল, যা উপকূলের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভূমিকম্পে প্রায় ২৫০ জনের মৃত্যু হয়। প্রায় ১ হাজার ২৯৭ জন আহত হয়েছেন।
 

 


 

Link copied!

সর্বশেষ :