বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪, ০৭:৫১ পিএম

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দেশটির উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে এখন কোনো পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জার্মানির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জেএফজেড জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার।

 ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কারণে ‘সুনামির কোনো আশঙ্কা নেই।

 আরও পড়ুন:তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে ৪ জনের মৃত্যু

 ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) সম্ভাব্য আফটারশকের কাছাকাছি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
 

Link copied!

সর্বশেষ :